পুকুরে গ্যাস ট্যাবলেট দেওয়াকে কেন্দ্র করে মারামারি ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের
- আপডেট: ০৮:৫৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
- / ৫৫

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছার গদখালি ইউনিয়নের বোধখানা গ্রামে মাছের ঘেরে গ্যাস ট্যাবলেট দেওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। সেই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন।
ঝিকরগাছা থানায় অভিযোগ দায়ের কারী জাহিদুল ইসলাম বলেন, ঝিকরগাছা থানাধীন বোধখানা বাঁওড়ে আমার শেয়ার আছে। গত ২২ আগষ্ট সকাল সাড়ে ৭টায় খবর পাই বাঁওড় এর গার্ড কবীর, আলাউদ্দিন, হাফিজুর রহমান ওরফে মোংলা এবং আবু জাফর ওরফে ভাটইকে বোধখানা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে হাবিবুর রহমান ওরফে হান্নোর, ওসমান এবং মিজানুর রহমান এরা তিনজন মিলে মারধোর করছে। বেলা ৯টায় আমি সেখানে গেলে হাবিব আমাকে বলে, তুই আমার পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়েছিস, আমাকে ১০ লক্ষ টাকা দিবি, তা না হলে বাঁওড় এর সব মাছ আমি লুট করে নেবো। আমি তার কথায় প্রতিবাদ করলে সে আমার ওপরেও হামলা চালায়। পরবর্তীতে ঝিকরগাছা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে একই ঘটনায় ২২ আগষ্ট নিজের পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে ১০ লক্ষ টাকার মাছ ক্ষতিসাধন করার অভিযোগে জাহিদ, মোংলা এবং ভাটই এর নামে ২৮ আগষ্ট যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঝিকরগাছা আমলী আদালতে মামলা দায়ের করেছেন হাবিবুর রহমান। মামলায় তিনি উল্লেখ করেছেন, আসামীরা তার ঘেরে থাকা ১২ লক্ষ টাকার মাছ সাড়ে ৩ লক্ষ টাকায় কিনতে চান। তিনি রাজি না হওয়ায় গত ২২ আগষ্ট রাতে আসামিরা পরস্পর যোগসাজশে তার ঘেরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে এবং জাল ফেলে আনুমানিক ১০ লক্ষ টাকার মাছ চুরি করে ধরেছে। ঐ দিন সকালে আসামিদের কাছে ক্ষতিপূরন এর টাকা চাইলে টাকা দিবেনা এবং বেশি বাড়াবাড়ি করলে খুনজখম করবে বলে হুমকি প্রদান করে।
ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী গাজীকে তদন্ত পূর্বক রিপোর্ট প্রদান করতে আদালত আদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন এই মামলার উকিল ফয়সাল কবীর।
এদিকে বাঁওড়কে কেন্দ্র করে মারামারি ও মামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষের মধ্যে আবার সংঘর্ষের আশংকা করছেন এলাকার মানুষ।