০১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে মালিকবিহীন অবস্থায় ৭৯ বোতল ফেন্সিডিল জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • / ৫৩

নিজস্ব প্রতিবেদক: খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীন বেনাপোলের দৌলতপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৭৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৭ আগস্ট ২০২৫) দৌলতপুর বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

২১ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবির আভিযানিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ফেন্সিডিলের চালানটি জব্দ করা হয়।

তিনি আরও জানান, “সীমান্তবর্তী এলাকায় মাদকসহ সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।”

জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে প্রেরণ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা ধ্বংস করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে মালিকবিহীন অবস্থায় ৭৯ বোতল ফেন্সিডিল জব্দ

আপডেট: ১০:৪২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক: খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীন বেনাপোলের দৌলতপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৭৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৭ আগস্ট ২০২৫) দৌলতপুর বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

২১ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবির আভিযানিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ফেন্সিডিলের চালানটি জব্দ করা হয়।

তিনি আরও জানান, “সীমান্তবর্তী এলাকায় মাদকসহ সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।”

জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে প্রেরণ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা ধ্বংস করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।