যশোরে র্যাবের অভিযানে মোটরসাইকেলসহ ১১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ, আটক-২
- আপডেট: ০১:১৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
- / ৪২

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরে র্যাবের অভিযানে ১১৭ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট-২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের আরবপুর এলাকায় এই অভিযান চালানো হয়।
আটক দুই যুবক হলেন, শহরের পুরাতন কসবা এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে সাব্বির হোসেন রিয়াদ (২৭) এবং বেজপাড়ার মৃত মুকুল দেবনাথের ছেলে শুভ দেবনাথ (২৯)।
র্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই দিন চাঁচড়া চেকপোস্ট এলাকায় তারা চেকপোস্ট বসায়। এ সময় একটি মোটরসাইকেলে করে পালবাড়ির দিকে যাচ্ছিলেন রিয়াদ ও শুভ। চেকপোস্টে থামার সিগন্যাল দিলে তারা মোটরসাইকেল ফেলে রেখে পালানোর চেষ্টা করে।
তবে র্যাব সদস্যরা পিছু ধাওয়া করে দুজনকেই আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ১১৭ পিস ভারতীয় উৎপাদিত ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে যশোর কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে থাকা র্যাব সদস্যদের ভাষ্যমতে, শহরে মাদকের শিকড় উপড়ে ফেলতে নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে।