বেনাপোলে বিজিবি’র অভিযানে বিদেশী মদ গাঁজাসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ, আটক-১
- আপডেট: ০৮:০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / ৬৯

নিজস্ব প্রতিবেদক: বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী কঠোর অভিযানে আবারও সাফল্য।
রবিবার (১৭ আগস্ট ২০২৫) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃকবেনাপোল ও রঘুনাথপুর বিওপি এবং আমড়াখালী চেকপোস্ট সংলগ্ন সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ, গাঁজা ও বিভিন্ন চোরাচালানী পণ্য আটক করা হয়েছে।
বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে বিদেশী মদ, গাঁজা, ভারতীয় শাড়ি, কম্বল, চকলেট, মলম ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১,৪৮,৪৫০/- (এক লক্ষ আটচল্লিশ হাজার চারশত পঞ্চাশ) টাকা।
অভিযানে আটক করা হয়েছে মো. নূর ইসলাম (৫৫), যশোরের বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল আজিজের ছেলে।
আটককৃত আসামিকে আইনী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ প্রসঙ্গে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলেন, “দীর্ঘদিন ধরেই মাদক ও চোরাচালান রোধে বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করছে। আমাদের নিয়মিত আভিযানিক তৎপরতায় সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানী পণ্যের প্রবেশ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে প্রেরণ করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়ায় তা ধ্বংস করা হবে। অন্যদিকে, অন্যান্য চোরাচালানী পণ্য যথাযথ কাগজপত্রের মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।





















