খুলনা বিভাগ, জেলার খবর, মাগুরা | তারিখঃ মার্চ ৩০, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 3359 বার
শালিখা মাগুরা প্রতিনিধিঃ গত ২৯ মার্চ রাতে মাগুরা -যশোর মহাসড়কের ছয়ঘরিয়া এলাকায় রাস্তার উপর মাটি থাকার কারণে একটি সিএনজি মাটির উপর দিয়ে যাওয়ার সময় উল্টে যায়। আর এই সময় একটি দ্রুত গামী পরিবহনের সঙ্গে ধাক্কা লাগে। যার ফলে সিএনজির ৯ জন যাত্রীসহ দুৃমড়ে মুচড়ে পড়ে। ফলে সিএনজির ভেতরে ঘটনাস্থলে-৩ যাত্রী মারা যায় এবং ৬ জন গুরুত্র আহত হন।
নিহতরা হলেন নিরুপা রানী দে (৫০) স্বামী নিত্যানন্দ দে। পুস্পা রানী দে স্বামী নারায়ন চন্দ্র দে মধু শিকদার(৫৫) পিতা মৃত কালীপদ শিকদার। তাদের সকলের বাড়ি যশোর জেলার বাঘার পাড়া উপজেলার নারিকেল বাড়িয়া। তারা সবাই একটি নামযজ্ঞ অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলো। লাশ ময়না তদন্তের জন্য ও আহতদের চিকিৎসার জন্য মাগুরামাগুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ শালিখা উপজেলার অধিকাংশ মহা সড়ক সহ গ্রামের রাস্তার উপর আইনের তোয়াক্কা না করে মাটি বালি সহ নানা শ্রেণির নির্মাণ সামগ্রী দিয়ে দখল করে রেখেছে।