০১:১১ পূর্বাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫

অভয়নগরে ডিবি পুলিশের অভিযানে ঘরের মেঝেতে পুঁতে রাখা সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার, আটক-১

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / ৪০

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অভয়নগর থেকে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তির নাম মো. ইউসুফ বিশ্বাস (৩০)।

ডিবি সূত্র জানায়, শনিবার (৯ আগস্ট-২০২৫) দুপুর ১টা ৪০ মিনিটে অভয়নগর উপজেলার বাগদাহ গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই শেখ আবু হাসান। সঙ্গে ছিলেন এএসআই মো. নাজমুল ইসলাম, এএসআই সৈয়দ শাহীন ফরহাদসহ একদল চৌকস ফোর্স।

অভিযানকালে জনৈক করিম বিশ্বাসের বসতবাড়ির দক্ষিণ দুয়ারী টিনের দোচালা ঘরে রাখা খড়ের নিচে মাটিচাপা অবস্থায় একটি ড্রামের ভেতর থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই ইউসুফ বিশ্বাসকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত গাঁজার ওজন ৪ কেজি ৫০০ গ্রাম। যার বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে এসআই শেখ আবু হাসান বাদী হয়ে ইউসুফসহ পলাতক আরও এক আসামির বিরুদ্ধে অভয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

গ্রেফতারকৃত ইউসুফ বিশ্বাসের বাড়ি বাগদাহ গ্রামে। তার পিতা আক্কাস বিশ্বাস এবং পালিত পিতা করিম বিশ্বাস। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি।

ডিবি সূত্রে আরও জানা গেছে, অভিযান চলবে অব্যাহতভাবে। মাদকবিরোধী জিরো টলারেন্স নীতিতে জেলা পুলিশ বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

অভয়নগরে ডিবি পুলিশের অভিযানে ঘরের মেঝেতে পুঁতে রাখা সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার, আটক-১

আপডেট: ০৯:৪৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অভয়নগর থেকে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তির নাম মো. ইউসুফ বিশ্বাস (৩০)।

ডিবি সূত্র জানায়, শনিবার (৯ আগস্ট-২০২৫) দুপুর ১টা ৪০ মিনিটে অভয়নগর উপজেলার বাগদাহ গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই শেখ আবু হাসান। সঙ্গে ছিলেন এএসআই মো. নাজমুল ইসলাম, এএসআই সৈয়দ শাহীন ফরহাদসহ একদল চৌকস ফোর্স।

অভিযানকালে জনৈক করিম বিশ্বাসের বসতবাড়ির দক্ষিণ দুয়ারী টিনের দোচালা ঘরে রাখা খড়ের নিচে মাটিচাপা অবস্থায় একটি ড্রামের ভেতর থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই ইউসুফ বিশ্বাসকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত গাঁজার ওজন ৪ কেজি ৫০০ গ্রাম। যার বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে এসআই শেখ আবু হাসান বাদী হয়ে ইউসুফসহ পলাতক আরও এক আসামির বিরুদ্ধে অভয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

গ্রেফতারকৃত ইউসুফ বিশ্বাসের বাড়ি বাগদাহ গ্রামে। তার পিতা আক্কাস বিশ্বাস এবং পালিত পিতা করিম বিশ্বাস। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি।

ডিবি সূত্রে আরও জানা গেছে, অভিযান চলবে অব্যাহতভাবে। মাদকবিরোধী জিরো টলারেন্স নীতিতে জেলা পুলিশ বদ্ধপরিকর।