১২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

যশোর শহরের চিহ্নিত চাঁদাবাজ হৃদয় বাহিনীর প্রধানসহ ০৪ জন ডিবি’র হাতে আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:১৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / ৪৯

নিজস্ব প্রতিবেদক: জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের পরিচালিত বিশেষ অভিযানে চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ ‘হৃদয় গ্রুপ’-এর চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

শনিবার গভীর রাতে কোতয়ালী থানার ষষ্ঠীতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। একটি নির্মাণাধীন ভবনে চাঁদা দাবির ঘটনায় তাদের আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মঞ্জুরুল হক ভূঞার নেতৃত্বে পরিচালিত এ অভিযানটি ছিল দিনব্যাপী। কাজীপাড়া, কাঠালতলা, শংকরপুর ও ষষ্ঠীতলাসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে অভিযানে নামে ডিবির একাধিক টিম।

রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে এসআই মোঃ কামাল হোসেন ও তার সঙ্গীয় ফোর্স ষষ্ঠীতলার পিটিআই স্কুলের সামনে অবস্থিত জনৈক ডাঃ আব্দুর রউফ এর নির্মাণাধীন ভবনের সামনে চাঁদা দাবির অভিযোগে চার যুবককে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, যশোর কোতোয়ালী থানার ষষ্ঠীতলা এলাকার হাফিজুল ইসলাম মরার ছেলে মো: হৃদয় ইসলাম (১৯), জাহাঙ্গীর আলমের ছেলে মনিরুল ইসলাম সাগর (২১), শেখ টুটুলের ছেলে শেখ সিফাত হোসেন (২০), ষষ্ঠীতলা এলাকার এন. এন. বেগমের বাড়ির ভাড়াটিয়া জয়নালের ছেলে মো: ইরফান হোসেন রাজ (১৪)।

পুলিশ জানায়, এদের প্রত্যেকেই স্থানীয়ভাবে ‘হৃদয় গ্রুপ’ নামে পরিচিত একটি অপরাধী চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে রবিবার (০৩ আগস্ট-২০২৫) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

যশোর শহরের চিহ্নিত চাঁদাবাজ হৃদয় বাহিনীর প্রধানসহ ০৪ জন ডিবি’র হাতে আটক

আপডেট: ১২:১৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক: জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের পরিচালিত বিশেষ অভিযানে চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ ‘হৃদয় গ্রুপ’-এর চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

শনিবার গভীর রাতে কোতয়ালী থানার ষষ্ঠীতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। একটি নির্মাণাধীন ভবনে চাঁদা দাবির ঘটনায় তাদের আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মঞ্জুরুল হক ভূঞার নেতৃত্বে পরিচালিত এ অভিযানটি ছিল দিনব্যাপী। কাজীপাড়া, কাঠালতলা, শংকরপুর ও ষষ্ঠীতলাসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে অভিযানে নামে ডিবির একাধিক টিম।

রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে এসআই মোঃ কামাল হোসেন ও তার সঙ্গীয় ফোর্স ষষ্ঠীতলার পিটিআই স্কুলের সামনে অবস্থিত জনৈক ডাঃ আব্দুর রউফ এর নির্মাণাধীন ভবনের সামনে চাঁদা দাবির অভিযোগে চার যুবককে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, যশোর কোতোয়ালী থানার ষষ্ঠীতলা এলাকার হাফিজুল ইসলাম মরার ছেলে মো: হৃদয় ইসলাম (১৯), জাহাঙ্গীর আলমের ছেলে মনিরুল ইসলাম সাগর (২১), শেখ টুটুলের ছেলে শেখ সিফাত হোসেন (২০), ষষ্ঠীতলা এলাকার এন. এন. বেগমের বাড়ির ভাড়াটিয়া জয়নালের ছেলে মো: ইরফান হোসেন রাজ (১৪)।

পুলিশ জানায়, এদের প্রত্যেকেই স্থানীয়ভাবে ‘হৃদয় গ্রুপ’ নামে পরিচিত একটি অপরাধী চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে রবিবার (০৩ আগস্ট-২০২৫) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।