গনমাধ্যম | তারিখঃ মার্চ ৫, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 4078 বার
নিজস্ব প্রতিবেদক : প্রায় ১ ঘণ্টা বিপর্যয়ের পর ঠিক হলো ফেসবুক।
৫ মার্চ, মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০ টা ২০ মিনিটের দিকে সচল দেখা যায় সামাজিক মাধ্যমটি।
তবে কী কারণে এমন সমস্যা তৈরি হয়েছে তা জানা যায়নি। ফেসবুকের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এর আগে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটের পর থেকে ফেসবুকে লগইন সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, পুরো বিশ্বজুড়ে ফেসবুক ও ইন্সটাগ্রামে সমস্যা দেখা দিয়েছে। বিশ্বের কোথাও কেউ ফেসবুক ও ইন্সটাগ্রামে প্রবেশ করতে পারছে না। এই দুটি মাধ্যমের ওয়েবসাইট এবং অ্যাপস উভয়ই অকার্যকর হয়ে পড়েছে।
ডাউন ডিটেকটরের গ্রাফে দেখা গেছে, রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত ৩ লাখ ১৫ হাজার ৮১৭ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এরপর রাত ৯টা ৩২ পর্যন্ত ৫ লাখ ৪১ হাজার ৫৭৩ জন ব্যবহারকারী তাদের সমস্যার কথা জানিয়েছেন। তারা এও জানতে চাচ্ছেন, কী হয়েছে সামজিক মাধ্যমটির? কেনই বা লগইন করা যাচ্ছে না? কখন ঠিক হবে?