০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

নাভারণে বিএনপির সংগঠক রুহুল কুদ্দুসের ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক, জানাজা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৩৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / ১১০

নিজস্ব প্রতিবেদক: নাভারণের বিএনপির নিবেদিতপ্রাণ সংগঠক রুহুল কুদ্দুস আর নেই (ইন্নালিল্লাহি… রাজিউন)। সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ১০টা ৪০ মিনিটে নাভারণ দক্ষিণ বুরুজ বাগানের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে বুরুজ বাগান ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা, আত্মীয়-স্বজনসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

রুহুল কুদ্দুস শার্শা ইউনিয়ন বিএনপির একজন দক্ষ সংগঠক ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জাতীয়তাবাদী রাজনীতির ধারায় থেকে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রুহুল কুদ্দুসের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুমের বাসভবনে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পিন্টু, জিয়াউর রহমানসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী।

এছাড়া শার্শা উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।

ব্যক্তিজীবনে রুহুল কুদ্দুস স্ত্রী, দুই পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম রুহুল কুদ্দুস এর বড় ছেলে শাহজালাল আগুন পরিবারের পক্ষ থেকে পিতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

নাভারণে বিএনপির সংগঠক রুহুল কুদ্দুসের ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক, জানাজা অনুষ্ঠিত

আপডেট: ০১:৩৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক: নাভারণের বিএনপির নিবেদিতপ্রাণ সংগঠক রুহুল কুদ্দুস আর নেই (ইন্নালিল্লাহি… রাজিউন)। সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ১০টা ৪০ মিনিটে নাভারণ দক্ষিণ বুরুজ বাগানের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে বুরুজ বাগান ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা, আত্মীয়-স্বজনসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

রুহুল কুদ্দুস শার্শা ইউনিয়ন বিএনপির একজন দক্ষ সংগঠক ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জাতীয়তাবাদী রাজনীতির ধারায় থেকে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রুহুল কুদ্দুসের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুমের বাসভবনে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পিন্টু, জিয়াউর রহমানসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী।

এছাড়া শার্শা উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।

ব্যক্তিজীবনে রুহুল কুদ্দুস স্ত্রী, দুই পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম রুহুল কুদ্দুস এর বড় ছেলে শাহজালাল আগুন পরিবারের পক্ষ থেকে পিতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।