ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, দুর্গত মানুষের পাশে দাড়াতে প্রস্তুত সেনাবাহিনী
- আপডেট: ১১:৫৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- / ১৬৮

নিজস্ব প্রতিবেদক: ফেনী জেলায় পাহাড়ি ঢল ও টানা ভারি বর্ষণে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বিশেষ করে ফুলগাজী ও পরশুরাম উপজেলার নিম্নাঞ্চলগুলো পানির নিচে তলিয়ে গেছে। নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় দেখা দিয়েছে জনদুর্ভোগ।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই জেলা প্রশাসকের তত্ত্বাবধানে বন্যা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সমন্বয়ে সম্ভাব্য উদ্ধার ও ত্রাণ তৎপরতা নিয়ে আলোচনা হয়।
গত বছরের ভয়াবহ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এ বছর আরও আগে থেকেই প্রস্তুতি নিয়েছে সেনাবাহিনী। ইতোমধ্যে পরশুরাম ও ফুলগাজী সেনা ক্যাম্পে মোতায়েন করা হয়েছে ট্রাইশার্ক বোট, ওবিএম ইঞ্জিন ও লাইফ জ্যাকেট। প্রস্তুত রাখা হয়েছে সেনা সদস্যদের একটি চিকিৎসক দল, যারা জেলা সিভিল সার্জনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করবে।
বন্যা পরিস্থিতি আরও অবনতি হলে সেনাবাহিনী ত্রাণ বিতরণ, উদ্ধার কাজ এবং জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করবে বলে জানানো হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় সহায়তার জন্য ফেনী বন্যা মনিটরিং সেলের হেল্পলাইন নম্বর ০১৮৯৮৪৪৪৫০০ এবং ০১৩৩৬৫৮৬৬৯৩–এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
দুর্যোগে জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী।











