যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে ফেন্সিডিলের বিকল্প সিরাপসহ সাড়ে সাত লক্ষ টাকার অবৈধ পণ্য জব্দ
- আপডেট: ০৭:৫৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / ৬২

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৩ জুন) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ পাঁচপীরতলা, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে ভারতীয় WINCEREX কফ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প), শাড়ি, কম্বল, কাজু বাদাম, বিভিন্ন ধরনের খাদ্যপণ্য ও কসমেটিকস সামগ্রীসহ মোট ৭ লাখ ৫১ হাজার টাকার মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, পাচারকারীরা সীমান্ত পেরিয়ে ভারতীয় পণ্য দেশে ঢোকানোর চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহলদল অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, “বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। এর ফলে চোরাচালান ও মাদকদ্রব্য আটক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।”
তিনি আরও জানান, “জব্দকৃত ভারতীয় পণ্যসমূহ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে।”
সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।