খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ নভেম্বর ১৫, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 4488 বার
মোঃ সাইদুল ইসলাম বাবু : যশোরের মণিরামপুর থেকে দশটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক পাচারকারী জাহিদুর রহমান মানিকগঞ্জের সিংড়া উপজেলার নুরুল ইসলামের ছেলে। মঙ্গলবার মণিরামপুর উপজেলার শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে এই স্বর্ণের বারসহ পাচারকারীকে আটক করা হয়।
যশোর ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, যশোর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে মণিরামপুর উপজেলার পৌর এলাকার শ্মশানঘাট নামক স্থানে অবস্থান নেয়। মণিরামপুর থানা পুলিশের সহযোগিতায় সেখানে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসযাত্রী পাচারকারী জাহিদুর রহমানকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের দশটি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য এক কোটি পাঁচ লাখ টাকা। আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে এবং উদ্ধারকৃত স্বর্ণ সরকারি কোষাগারে জমা করা হবে। এ ব্যাপারে মণিরামপুর থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।