বেনাপোলে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : বেনাপোলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পৌর ও পোট থানা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল সাড়ে ৩টার সময় বেনাপোল বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
বেনাপোল পৌর ও পোট থানা শাখার উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান।
বেনাপোল পৌর শাখা কমিটির আমীর আব্দুল জলিলের সভাপতিত্বে ও পোর্ট থানা শাখার আমির রেজাউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও যশোর জেলা শাখার নায়েবে আমীর মাওলানা হাবীবুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পোর্ট থানা শাখা কমিটির সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী, মাওলানা রিয়াসাত আলী, জামায়াত নেতা মতিয়ার রহমান, মাওলানা ইয়াকুব আলী, মাওলানা ইলিয়াস আলী, নুরুল হক, ইয়ানুর রহমান প্রমুখ।
উক্ত কর্মী সম্মেলন শেষে আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি শোকরানা মিছিল বের হয়ে বেনাপোল বাজারের প্রধান সড়কে বিক্ষোভ করেন দলটির বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা