০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

নাভারণ পল্লী ক্লিনিকে এবি এম রাজিবের ঘরে কন্যা সন্তানের জন্ম, ‘গ্রামের সংবাদ’-এর সম্পাদক হলেন গর্বিত দাদা**

নিউজ ডেস্ক

সাব্বির হোসেন, বেনাপোল (যশোর): নাভারণ পল্লী ক্লিনিকে গত মাসে এবি এম রাজিব ও তার স্ত্রীর ঘরে প্রথমবারের মতো কন্যা সন্তানের জন্ম হয়েছে। এপ্রিল মাসের শেষ সপ্তাহে ক্লিনিকটিতে নবজাতকের জন্ম হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান প্রসব সম্পন্ন হয়। মা ও কন্যা দুজনেই বর্তমানে সুস্থ আছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই নবজাতক রাজিব দম্পতির প্রথম সন্তান। আর প্রথম নাতনিকে ঘিরে দাদা হওয়ার গর্ব ও আনন্দে আপ্লুত হয়েছেন *সাপ্তাহিক গ্রামের সংবাদ*-এর সম্পাদক ও প্রকাশক। পরিবারের এই খুশির সংবাদ জানিয়ে তিনি বলেন, “আল্লাহ্‌র অশেষ রহমতে আমাদের ঘর আলোকিত হয়েছে। আমার নাতনির জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি, যেন সে সুস্থ ও নেককার জীবন লাভ করে।”

নবজাতকের পিতা এবি এম রাজিব বলেন, “মেয়েকে প্রথমবার কোলে নেওয়ার মুহূর্তটি আমার জীবনের শ্রেষ্ঠ অনুভূতি। স্ত্রী সুস্থ রয়েছে—এই শান্তি কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। আল্লাহ্‌র কাছে চির কৃতজ্ঞ।”

নবজাতকের জন্মের পর থেকেই পরিবার ও স্বজনদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও পরিচিতজনরা শুভেচ্ছা জানাতে ছুটে আসছেন বা ফোনে যোগাযোগ করছেন। সন্তান জন্মের এক মাস পার হলেও সেই আনন্দের রেশ এখনো কাটেনি পরিবারের সদস্যদের মধ্যে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:৫১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
৫৬

নাভারণ পল্লী ক্লিনিকে এবি এম রাজিবের ঘরে কন্যা সন্তানের জন্ম, ‘গ্রামের সংবাদ’-এর সম্পাদক হলেন গর্বিত দাদা**

আপডেট: ০৯:৫১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

সাব্বির হোসেন, বেনাপোল (যশোর): নাভারণ পল্লী ক্লিনিকে গত মাসে এবি এম রাজিব ও তার স্ত্রীর ঘরে প্রথমবারের মতো কন্যা সন্তানের জন্ম হয়েছে। এপ্রিল মাসের শেষ সপ্তাহে ক্লিনিকটিতে নবজাতকের জন্ম হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান প্রসব সম্পন্ন হয়। মা ও কন্যা দুজনেই বর্তমানে সুস্থ আছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই নবজাতক রাজিব দম্পতির প্রথম সন্তান। আর প্রথম নাতনিকে ঘিরে দাদা হওয়ার গর্ব ও আনন্দে আপ্লুত হয়েছেন *সাপ্তাহিক গ্রামের সংবাদ*-এর সম্পাদক ও প্রকাশক। পরিবারের এই খুশির সংবাদ জানিয়ে তিনি বলেন, “আল্লাহ্‌র অশেষ রহমতে আমাদের ঘর আলোকিত হয়েছে। আমার নাতনির জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি, যেন সে সুস্থ ও নেককার জীবন লাভ করে।”

নবজাতকের পিতা এবি এম রাজিব বলেন, “মেয়েকে প্রথমবার কোলে নেওয়ার মুহূর্তটি আমার জীবনের শ্রেষ্ঠ অনুভূতি। স্ত্রী সুস্থ রয়েছে—এই শান্তি কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। আল্লাহ্‌র কাছে চির কৃতজ্ঞ।”

নবজাতকের জন্মের পর থেকেই পরিবার ও স্বজনদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও পরিচিতজনরা শুভেচ্ছা জানাতে ছুটে আসছেন বা ফোনে যোগাযোগ করছেন। সন্তান জন্মের এক মাস পার হলেও সেই আনন্দের রেশ এখনো কাটেনি পরিবারের সদস্যদের মধ্যে।