০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

আ.লীগ নিষিদ্ধের দাবিতে টানা অবস্থান ও বিক্ষোভ এনসিপিসহ বিভিন্ন দলের

নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করারি দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।শুক্রবার জুমার নামাজ শেষে সমাবেশ করে শাহবাগে যান তারা। জুলাই অভ্যুত্থানের নেতারা এ বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন।

এর আগে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে বৃহস্পতিবার রাতভর বিক্ষোভ করেন তারা।

অবস্থান থেকে আওয়ামী লীগ নিষিদ্ধে রাজনৈতিক ঐক্য চেয়ে দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান চলবে বলে ঘোষণা এসেছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

কর্মসূচির মধ্যে শুক্রবার রাত ১১টার দিকে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাসহ তিন দাবিতে শনিবার সারাদেশে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, “শনিবার বিকেল ৩টায় গণজমায়েত, সারা ঢাকায় ফ্যাসিবাদবিরোধী জনতা গণজমায়েতে যুক্ত হবেন। সারাদেশে জুলাই আন্দোলনের পয়েন্টে গণজমায়েত হবে।”

বাকি দুই দাবি হলো– আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা এবং জুলাই ঘোষণাপত্র জারি। এসব দাবিতে রাতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন জুলাই ঐক্যের এবি জুবায়ের। রাত সাড়ে ১১টার দিকে অভ্যুত্থান নিয়ে ভিডিওচিত্র প্রদর্শনী করে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার জুমার পর যমুনা থেকে ৩০-২৫ গজ দূরে সড়কের মোড়ে ফোয়ারার সামনে ট্রাকের ওপর নির্মিত মঞ্চে সমাবেশ হয়। এর পর সমাবেশকারীরা শাহবাগে অবস্থান নেন। রাত এবং সকালে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডা. শফিকুল ইসলাম মাসুদ, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আলী আশরাফ আকনসহ বিভিন্ন দলের নেতারা সংহতি জানান। মাসুদ বলেন, “দুপুরের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।”

Please Share This Post in Your Social Media

আপডেট: ১০:৫১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
২৭

আ.লীগ নিষিদ্ধের দাবিতে টানা অবস্থান ও বিক্ষোভ এনসিপিসহ বিভিন্ন দলের

আপডেট: ১০:৫১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করারি দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।শুক্রবার জুমার নামাজ শেষে সমাবেশ করে শাহবাগে যান তারা। জুলাই অভ্যুত্থানের নেতারা এ বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন।

এর আগে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে বৃহস্পতিবার রাতভর বিক্ষোভ করেন তারা।

অবস্থান থেকে আওয়ামী লীগ নিষিদ্ধে রাজনৈতিক ঐক্য চেয়ে দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান চলবে বলে ঘোষণা এসেছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

কর্মসূচির মধ্যে শুক্রবার রাত ১১টার দিকে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাসহ তিন দাবিতে শনিবার সারাদেশে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, “শনিবার বিকেল ৩টায় গণজমায়েত, সারা ঢাকায় ফ্যাসিবাদবিরোধী জনতা গণজমায়েতে যুক্ত হবেন। সারাদেশে জুলাই আন্দোলনের পয়েন্টে গণজমায়েত হবে।”

বাকি দুই দাবি হলো– আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা এবং জুলাই ঘোষণাপত্র জারি। এসব দাবিতে রাতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন জুলাই ঐক্যের এবি জুবায়ের। রাত সাড়ে ১১টার দিকে অভ্যুত্থান নিয়ে ভিডিওচিত্র প্রদর্শনী করে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার জুমার পর যমুনা থেকে ৩০-২৫ গজ দূরে সড়কের মোড়ে ফোয়ারার সামনে ট্রাকের ওপর নির্মিত মঞ্চে সমাবেশ হয়। এর পর সমাবেশকারীরা শাহবাগে অবস্থান নেন। রাত এবং সকালে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডা. শফিকুল ইসলাম মাসুদ, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আলী আশরাফ আকনসহ বিভিন্ন দলের নেতারা সংহতি জানান। মাসুদ বলেন, “দুপুরের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।”