খুলনা বিভাগ, জেলার খবর, নড়াইল | তারিখঃ অক্টোবর ১৬, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 3474 বার
নড়াইল প্রতিনিধি : নড়াইলে সনাতন ধর্মালম্বীদের আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে শুভ মহালয়াতে দেবী বন্দনা অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৫ অক্টোবর) রাত ৮টায় নড়াইলের রুপগঞ্জ এলাকায় বাঁধাঘাট কেন্দ্রীয় দুর্গামন্দিরের আয়োজনে দেবী বন্দনা অনুষ্ঠিত হয়।
দেবী বন্দনার উদ্বোধন করেন নড়াইল জেলা সম্মিলিত সাংষ্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু। বাঁধাঘাট কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি শিশির কুমার বৈরাগীর সভাপতিত্বে বন্দনা অনুষ্ঠানে বক্তৃতা করেন বাঁধাঘাট কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সাধারন সম্পাদক নিলাংশু শেখর সরকার নিপু। উপস্থিত ছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা এমপি’র পিতা বিশিষ্ট সমাজ সেবক গোলাম মোর্ত্তজা স্বপন,দুর্গামন্দিরের কার্যনির্বাহী সভাপতি অসিম কাপুড়িয়া,এস এম সুলতান সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জীসহ সনাতন ধর্মালম্বী শত শত নারী-পুরুষ। শুভ মহালয়ার দেবী বন্দনার সঙ্গীত অনুষ্ঠানটি পরিচালনা করেন শিল্পী প্রতুল হাজরা।সুর দরিয়া ও গ্রেভ শিল্পীগোষ্ঠীর শিল্পীদের যৌথ পরিবেশনায় দেবী বন্দনা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে চন্ডীপাঠও করা হয়।অনুষ্ঠানে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনাসহ দেবীর প্রশান্তি কামনা করা হয়।#