০১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

নীলফামারীর দারোয়ানী টেক্সটাইলে চীনের দেওয়া হাসপাতালে স্থাপনের জন্য মানববন্ধন

নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ-চীন সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীনের দেওয়া উপহারের ১০০০ শয্যার হাসপাতাল নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মাঠে স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নীলফামারীর সর্বস্তরের জনতা।

বাংলাদেশ-চীন সম্পর্কের ৫০ বছর পুষ্টি উপলক্ষে বাংলাদেশ চিকিৎসার ক্ষেত্রে পিছিয়ে থাকায় চীন বাংলাদেশের জনগণের চিকিৎসার জন্য, তিনটি হাসপাতাল উপহার হিসেবে দেয়। এর মধ্যে একটি ঢাকায়, একটি সিলেটে ও একটি তিস্তা প্রকল্পের আশেপাশে স্থাপনের কথা ব্যক্ত করেছে। এ নিয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলার মানুষ তাদের নিজ নিজ জেলায় হাসপাতালটি স্থাপনের জন্য দাবি তুলে।

এরই সূত্র ধরে মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মাঠের সামনে বিভিন্ন শ্রেনীপেশার হাজার হাজার মানুষ, ৩ ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহন করেন। এতে চড়াইখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃব্য দেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার।মানববন্ধনে অন্যান্যদের মধ্যে জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম, চড়াইখোলা ইউপি চেয়ারম্যান মাসুম রেজা, চাপড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন মাস্টার, সংগলশী ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউল ইসলাম জিয়া, চড়াইখোলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, নগর দারোয়ানী স্কুল এন্ড কলেজের সভাপতি রায়হানুজ্জামান মোল্লা মিলন বক্তৃতা দেন।

এসময় বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থানসহ সব দিক থেকে চীনের উপহারের এক হাজার শয্যার হাসপাতালটির জন্য দারোয়ানী টেক্সটাইল মাঠের পতিত সরকারি ভূমিটি উপর্যুক্ত। এটি উত্তরা ইপিজেড থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে অবস্থিত। সৈয়দপুর বিমানবন্দর থেকে এই জমির দূরত্ব মাত্র ১০ মিনিটের এবং দারোয়ানী রেলস্টেশন থেকে মাত্র ৫ মিনিটের পথ।

এছাড়াও এটি নীলফামারী-সৈয়দপুর মূল মহাসড়কের পাশেই অবস্থিত। এটি রংপুর বিভাগের আটটি জেলার মধ্যে অবস্থিত হওয়ায় উত্তরবঙ্গের সব জেলার সাথে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সহজ ও সুবিধাজনক। তাই আমাদের দাবি উত্তরের অবহেলিত জেলা নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মাঠে চীনের উপহারের এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালটি স্থাপন করা হোক।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:১৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৩৭

নীলফামারীর দারোয়ানী টেক্সটাইলে চীনের দেওয়া হাসপাতালে স্থাপনের জন্য মানববন্ধন

আপডেট: ০৯:১৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ-চীন সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীনের দেওয়া উপহারের ১০০০ শয্যার হাসপাতাল নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মাঠে স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নীলফামারীর সর্বস্তরের জনতা।

বাংলাদেশ-চীন সম্পর্কের ৫০ বছর পুষ্টি উপলক্ষে বাংলাদেশ চিকিৎসার ক্ষেত্রে পিছিয়ে থাকায় চীন বাংলাদেশের জনগণের চিকিৎসার জন্য, তিনটি হাসপাতাল উপহার হিসেবে দেয়। এর মধ্যে একটি ঢাকায়, একটি সিলেটে ও একটি তিস্তা প্রকল্পের আশেপাশে স্থাপনের কথা ব্যক্ত করেছে। এ নিয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলার মানুষ তাদের নিজ নিজ জেলায় হাসপাতালটি স্থাপনের জন্য দাবি তুলে।

এরই সূত্র ধরে মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মাঠের সামনে বিভিন্ন শ্রেনীপেশার হাজার হাজার মানুষ, ৩ ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহন করেন। এতে চড়াইখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃব্য দেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার।মানববন্ধনে অন্যান্যদের মধ্যে জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম, চড়াইখোলা ইউপি চেয়ারম্যান মাসুম রেজা, চাপড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন মাস্টার, সংগলশী ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউল ইসলাম জিয়া, চড়াইখোলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, নগর দারোয়ানী স্কুল এন্ড কলেজের সভাপতি রায়হানুজ্জামান মোল্লা মিলন বক্তৃতা দেন।

এসময় বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থানসহ সব দিক থেকে চীনের উপহারের এক হাজার শয্যার হাসপাতালটির জন্য দারোয়ানী টেক্সটাইল মাঠের পতিত সরকারি ভূমিটি উপর্যুক্ত। এটি উত্তরা ইপিজেড থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে অবস্থিত। সৈয়দপুর বিমানবন্দর থেকে এই জমির দূরত্ব মাত্র ১০ মিনিটের এবং দারোয়ানী রেলস্টেশন থেকে মাত্র ৫ মিনিটের পথ।

এছাড়াও এটি নীলফামারী-সৈয়দপুর মূল মহাসড়কের পাশেই অবস্থিত। এটি রংপুর বিভাগের আটটি জেলার মধ্যে অবস্থিত হওয়ায় উত্তরবঙ্গের সব জেলার সাথে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সহজ ও সুবিধাজনক। তাই আমাদের দাবি উত্তরের অবহেলিত জেলা নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মাঠে চীনের উপহারের এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালটি স্থাপন করা হোক।