খাগড়াছড়িতে আশা’র সদস্যদের নিরাপদ ফল উৎপাদন প্রশিক্ষণ
খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে আশা’র সদস্যদের নিরাপদ ফল উৎপাদন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২১এপ্রিল) সকালে খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি অফিস হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এদিন প্রশিক্ষণটি উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. বাছিরুল আলম এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আশা’র সিনিয়র এগ্রি অফিসার(মাশরুম) খায়রুল বাসার টিপু।
এ প্রশিক্ষণে মাঠ পর্যায়ে আশা’র কৃষি কার্যক্রম ও প্রশিক্ষণের উদ্দেশ্য,নিরাপদ ফল পরিচিতি ও উৎপাদন কলা-কৌশল। ফল উৎপাদন ও ব্যবস্থাপনার উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব ও ঝুঁকি নিরসনে সতর্কতামূলক ব্যবস্থা। ফল চাষে নতুন প্রযুক্তির সম্পর্কে ধারণা,রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা, উৎপাদিত ফল বাজারজাতকরণে সঠিক ও সুষ্ঠু ব্যবস্থাপনা মার্কেট লিংকেজ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ের আলোচনা করা হয়।
এ সময় কৃষি বিপনন অধিদপ্তরের সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা তুষার কান্তি চাকমা,আশা’র সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. কবীর হোসেন,ব্রাঞ্চ ম্যানেজার ইমাম হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।