কেশবপুরে চারটি বেসরকারি ক্লিনিকের ওটি ও প্যাথলজি বিভাগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা
সাব্বির হোসেন, যশোর : যশোরের কেশবপুর উপজেলায় চারটি বেসরকারি ক্লিনিকের অপারেশন থিয়েটার (ওটি) এবং প্যাথলজি বিভাগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
আজ শনিবার (২০ এপ্রিল) কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল যশোর জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা কেশবপুর উপজেলার চারটি ক্লিনিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে ক্লিনিকগুলোতে বিভিন্ন ধরনের ত্রুটি ও অনিয়ম পরিলক্ষিত হয়। এর প্রেক্ষিতে সিভিল সার্জন সংশ্লিষ্ট বিভাগগুলো সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেন।
পরবর্তীতে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ওই নির্দেশনার আলোকে একটি লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে অপারেশন থিয়েটার (ওটি) এবং প্যাথলজি বিভাগ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত জানান।
সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা ক্লিনিকগুলো হলো কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মাইকেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারএবং মাতৃমঙ্গল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।
তবে বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ক্লিনিকগুলোর বহিঃবিভাগের চিকিৎসকগণ আগত রোগীদের যথারীতি চিকিৎসা সেবা দিতে পারবেন।
স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সুনির্দিষ্ট ত্রুটি সংশোধন না হওয়া পর্যন্ত ওটি ও প্যাথলজি বিভাগ চালু করা যাবে না।
এ বিষয়ে প্রশাসনিক তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।