ডিমলায় খালেদা জিয়ার ভাগ্নের স্বদেশ প্রবর্তন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদকঃ খালেদা জিয়ার ভাগ্নে সাবেক সাংসদ নীলফামারী-১(ডোমার -ডিমলা) ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন স্বদেশ প্রবর্তন উপলক্ষে তার নির্বাচনী এলাকার (ডোমার ডিমলা) ডিমলা উপজেলা বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১ টায় নীলফামারীর ডিমলা উপজেলা পার্টি অফিসে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন,উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ডিয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানীর প্রধান, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন ও আমিরুজ্জামান গাজী। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন সকল ইউনিয়নের বিএনপি’র সভাপতি ও সম্পাদক বৃন্দ। সেখানে আরো উপস্থিত ছিলেন ডিমলা উপজেলার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীবৃন্দ।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপিকে নির্মূল করার উদ্দেশ্যে দায়েরকৃত হয়রানি মূলক মিথ্যা রাজনৈতিক মামলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার খালাতো ভাই ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়। তারা দেশে থাকলে তাদেরকে আর জীবিত থাকতে দিত না। প্রায় ১৪ থেকে ১৫ বছর প্রবাস জীবন কাটাতে বাধ্য করে। দেশের বাইরে থাকলেও সেখান থেকে নিজ দলের নেতাকর্মীদের রাজনৈতিক দিক নির্দেশনা দিয়ে দলকে সামনে এগিয়ে নিয়ে যান। গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর একে একে মিথ্যা মামলা সব প্রত্যাহার হয়ে আসে। দীর্ঘদিন প্রবাসে থাকায় ডোমার-ডিমলার নেতাকর্মীরা তাদের প্রিয় নেতাকে দেখার জন্য ও কাছে পেতে ব্যাকুল হয়ে উঠেছে, আবার তিনি নিজও এলাকা ও এলাকার মানুষকে দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে। এই দীর্ঘ প্রতীক্ষার অবসানের অবসান হতে চলেছে। কিছু ঠিকঠাক থাকলে আল্লাহর রহমতে আগামী ২২ তারিখ তিনি দেশে আসতে পারেন। নেতাকর্মীরা তার স্বদেশ পরিবর্তন উপলক্ষে আবেগে আপ্লুত হয়ে তিনি যেন সহিসালামতে দেশে ফিরতে পারেন এইজন্য আল্লাহর কাছে মুনাজাত করছেন।