০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

কিশোরগঞ্জে দুটি পরিবারের ঘরবাড়িসহ সবকিছু আগুনে পুড়ে ছাই

নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদকঃকিশোরগঞ্জে রবীন্দ্র রায় ও টেপ্প বর্মনের বাড়িঘর সহ সবকিছু আগুনে পুড়ে ছাই হয়েছে।

গত ১৩ই এপ্রিল ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে নীলফামারীর কিশোরগঞ্জের রণচন্ডী ইউনিয়নের হিন্দুপাড়া আগুনের এই ঘটনাটি ঘটে।আগুনে গ্রামের দুটি পরিবারের বসত ঘর, আসবাবপত্র, গবাদীপশু, নগদ টাকাসহ সবকিছু আগুনে পুড়ে ছাই হয়েছে। আগুন লাগার কয়েক মুহূর্তে সব পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনন্ত ১৫ লক্ষ টাকা।

বিষয়টি নিশ্চিত করে রণচন্ডী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ময়নুল হক জানান, অগ্নিকান্ডে পরিবার দু’টির বসত ঘর, আসবাবপত্র, নগদ টাকাসহ সবকিছু আগুনে পুড়ে ছাই হয়েছে। এতে একটি গরু ও ছয়টি ছাগল পুড়ে গেছে। পরিবার দুইটির বসতভিটা ছাড়া অবশিষ্ঠ কিছু নেই। তারা খোলা আকাশের নীচে জীবনযাপন করছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার রাত আড়াইটার দিকে রবিন্দ্র রায়ের ঘর থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিট হয়ে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চার দিক ছড়িয়ে পড়লে নিমেষেই শ্রী ঠাকুর দাসের পুত্র শ্রী রবিন্দ্র রায়ের পাঁচটি বসত ঘর, ইশ্বর চন্দ্র বর্মনের পুত্র টেপ্পা বর্মনের দুইটি বসতঘর পুড়ে যায়। এতে আসবাবপত্র, নগদ পাঁচ লক্ষ টাকা, একটি বড় গরু, ছয়টি ছাগল পুড়ে যায়। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নেয়।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সাব অফিসার মোঃ মহরম আলী জানান, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থল গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১২:১২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৭২

কিশোরগঞ্জে দুটি পরিবারের ঘরবাড়িসহ সবকিছু আগুনে পুড়ে ছাই

আপডেট: ১২:১২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃকিশোরগঞ্জে রবীন্দ্র রায় ও টেপ্প বর্মনের বাড়িঘর সহ সবকিছু আগুনে পুড়ে ছাই হয়েছে।

গত ১৩ই এপ্রিল ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে নীলফামারীর কিশোরগঞ্জের রণচন্ডী ইউনিয়নের হিন্দুপাড়া আগুনের এই ঘটনাটি ঘটে।আগুনে গ্রামের দুটি পরিবারের বসত ঘর, আসবাবপত্র, গবাদীপশু, নগদ টাকাসহ সবকিছু আগুনে পুড়ে ছাই হয়েছে। আগুন লাগার কয়েক মুহূর্তে সব পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনন্ত ১৫ লক্ষ টাকা।

বিষয়টি নিশ্চিত করে রণচন্ডী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ময়নুল হক জানান, অগ্নিকান্ডে পরিবার দু’টির বসত ঘর, আসবাবপত্র, নগদ টাকাসহ সবকিছু আগুনে পুড়ে ছাই হয়েছে। এতে একটি গরু ও ছয়টি ছাগল পুড়ে গেছে। পরিবার দুইটির বসতভিটা ছাড়া অবশিষ্ঠ কিছু নেই। তারা খোলা আকাশের নীচে জীবনযাপন করছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার রাত আড়াইটার দিকে রবিন্দ্র রায়ের ঘর থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিট হয়ে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চার দিক ছড়িয়ে পড়লে নিমেষেই শ্রী ঠাকুর দাসের পুত্র শ্রী রবিন্দ্র রায়ের পাঁচটি বসত ঘর, ইশ্বর চন্দ্র বর্মনের পুত্র টেপ্পা বর্মনের দুইটি বসতঘর পুড়ে যায়। এতে আসবাবপত্র, নগদ পাঁচ লক্ষ টাকা, একটি বড় গরু, ছয়টি ছাগল পুড়ে যায়। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নেয়।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সাব অফিসার মোঃ মহরম আলী জানান, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থল গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।