ডিমলায় ব্যতিক্রমধর্মী ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ রুবেল ইসলাম ডিমলা উপজেলা প্রতিনিধিঃ
হিন্দু-মুসলিম নয় আমরা সবাই বাংলাদেশী। এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাম্যের ডাকে ডিমলায় শিক্ষক ঐক্য পরিষদের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের সনাতন ধর্মীয় শিক্ষকদের নিয়ে ঈদ র্পূনমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৫ এপ্রিল) উপজলার সদরের বাবুর হাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ঈদ র্পূনমিলনী ও মতবিনিময় সভা আয়োজন করা হয়। মত বিনিময় সভায় অনলাইনে ভার্চুয়ালি যোগ দেন সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। তিনি বলেন, আমাদর হিন্দু মুসলিম কোন ভেদাভেদ নাই । আমরা সবাই সবার ও বাংলাদেশি। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি আছে,আমাদের সকলকে মিলে মিশে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।
ডিমলা উপজলা প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের আহবায়ক মাস্টার বাবুল হাসানের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাবু উৎপল কান্তি সিং, আহবায়ক হিদু বৌদ্ধ খ্রিষ্ঠান কল্যাণ ফ্রোন্ট ডিমলা উপজলা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাবু শিব শংকর সরকার (লিটন), প্রধান শিক্ষক নাউতারা ঝাড় পাড়া সঃপ্রাঃ বিদ্যালয়, তহসিনা আবেদ প্রধান, সদস্য উপজলা প্রাথমিক শিক্ষা কমিটি ডিমলা উপজেলা, মহসিন আলম প্রধান, শিক্ষক দক্ষিন সুদর খাতা পাড়ঘাট সঃ প্রাঃ বিদ্যালয়, মোঃ শহিদুল ইসলাম সদস্য উপজলা প্রাথমিক শিক্ষা কমিটি ডিমলা। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডিমলা উপজলা বি এন পির সাংগঠনিক সম্পাদক গোলাম রাবানী প্রধান প্রমুখ।