০১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫

নীলফামারী-১ আসনের সাবেক এমপি আফতাব উদ্দিন সরকারকে বিক্ষুব্ধ জনতা তাকে কিল-ঘুষি, সেন্ডেল, থুথু ও বালু নিক্ষেপ করে

নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদঃ নীলফামারীতে হাজিরা দিতে আসা নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ আফতাব উদ্দিন সরকার কে কিল-ঘুসি,হ্যান্ডেল মারা,থুথু ও বালু নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা।

আজ রোববার (৬ এপ্রিল) সকাল ১১ টায় নীলফামারী জজ কোর্টে ডিমলা থানা ও ডোমার থানার দুটি মামলায় হাজিরা দিতে পিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। ২০১৮ সালে নির্বাচনী প্রচারণা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভগ্নিপতি অধ্যাপক রফিকুল ইসলামের গাড়ী বহরে হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগ ও ডোমারের যুবদল নেতা মাসুদ বিন আমিনের কাছে ১০লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দেয়ায় নানাভাবে নির্যাতনের অভিযোগে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ও ডিমলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারকে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্টেট দেলোয়ার হোসেনের আদালত তোলা হয়।আদালতে তোলা হলে আসামি পক্ষে জামিন আবেদন করা হলে শুনানি না হওয়ায় দুই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় বিজ্ঞ বিচারক দেলোয়ার হোসেন। জেল হাজতে নেয়ার পথে উৎসুক জনতা আফতাব উদ্দিন সরকারকে ভুয়া ও ভোট চোর বলে আখ্যায়িত করে। মুহুত্বেই শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় পুরো আদালত চত্বর।          
রবিবার দুপুরে জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্যে প্রিজন ভ্যানে আদালতে নিয়ে আসা হয়।প্রিজন ভ্যান থেকে নামার সময় নিরাপত্তার বেষ্টনী ভেদ করে বিক্ষুব্ধ জনতা তাকে কিল-ঘুষি, সেন্ডেল, থুথু ও বালু নিক্ষেপ করে।          
এর আগে গত ৫মার্চ বুধবার রাতে তাকে রংপুর নগরের সেনপাড়া এলাকা থেকে আটক করে পুলিশ। সেখানে তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনটি হত্যা মামলায় আটক দেখানো হয়।

অধ্যাপক রফিকুল ইসলামের আইনজীবি অ্যাড. আসাদুজ্জামান খান রিনো জানান, ২০১৮সালের নির্বাচনী প্রচারণায় যাওয়ার সময় সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার, তার দলের ৭০থেকে ৮০ জন লোক আধ্যাপক রফিকুল ইসলামের গাড়ী বহরে হামলা চালায়। এসময় গাড়িতে আগুন ধরিয়ে দেয়, গুরুতর আহত হয় রফিকুল ইসলামসহ তার দলের নেতাকর্মী। রবিবার তাকে আদালতে তোলা হয়েছে। বিজ্ঞ বিচারক দেলোয়ার হোসেন তাকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

এদিকে মাসুদ বিন আমিনের আইনজীবি অ্যাড. মামুনুর রশিদ পাটোয়ারী জানান, বিগত স্বৈরাচার সরকারের আমলে ডোমার-ডিমলার সাবেক এমপি আফতাব উদ্দিন সরকারসহ তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেন ডোমার উপজেলা যুবদল নেতা মাসুদ বিন আমিনের কাছে ১০লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দেয়ায় তাকে বিভিন্ন ভাবে নির্যাতন করে। পরবর্তীতে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল হাজতে প্রেরণ করে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:৫৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
৬২

নীলফামারী-১ আসনের সাবেক এমপি আফতাব উদ্দিন সরকারকে বিক্ষুব্ধ জনতা তাকে কিল-ঘুষি, সেন্ডেল, থুথু ও বালু নিক্ষেপ করে

আপডেট: ০৯:৫৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

নিজস্ব প্রতিবেদঃ নীলফামারীতে হাজিরা দিতে আসা নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ আফতাব উদ্দিন সরকার কে কিল-ঘুসি,হ্যান্ডেল মারা,থুথু ও বালু নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা।

আজ রোববার (৬ এপ্রিল) সকাল ১১ টায় নীলফামারী জজ কোর্টে ডিমলা থানা ও ডোমার থানার দুটি মামলায় হাজিরা দিতে পিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। ২০১৮ সালে নির্বাচনী প্রচারণা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভগ্নিপতি অধ্যাপক রফিকুল ইসলামের গাড়ী বহরে হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগ ও ডোমারের যুবদল নেতা মাসুদ বিন আমিনের কাছে ১০লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দেয়ায় নানাভাবে নির্যাতনের অভিযোগে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ও ডিমলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারকে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্টেট দেলোয়ার হোসেনের আদালত তোলা হয়।আদালতে তোলা হলে আসামি পক্ষে জামিন আবেদন করা হলে শুনানি না হওয়ায় দুই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় বিজ্ঞ বিচারক দেলোয়ার হোসেন। জেল হাজতে নেয়ার পথে উৎসুক জনতা আফতাব উদ্দিন সরকারকে ভুয়া ও ভোট চোর বলে আখ্যায়িত করে। মুহুত্বেই শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় পুরো আদালত চত্বর।          
রবিবার দুপুরে জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্যে প্রিজন ভ্যানে আদালতে নিয়ে আসা হয়।প্রিজন ভ্যান থেকে নামার সময় নিরাপত্তার বেষ্টনী ভেদ করে বিক্ষুব্ধ জনতা তাকে কিল-ঘুষি, সেন্ডেল, থুথু ও বালু নিক্ষেপ করে।          
এর আগে গত ৫মার্চ বুধবার রাতে তাকে রংপুর নগরের সেনপাড়া এলাকা থেকে আটক করে পুলিশ। সেখানে তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনটি হত্যা মামলায় আটক দেখানো হয়।

অধ্যাপক রফিকুল ইসলামের আইনজীবি অ্যাড. আসাদুজ্জামান খান রিনো জানান, ২০১৮সালের নির্বাচনী প্রচারণায় যাওয়ার সময় সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার, তার দলের ৭০থেকে ৮০ জন লোক আধ্যাপক রফিকুল ইসলামের গাড়ী বহরে হামলা চালায়। এসময় গাড়িতে আগুন ধরিয়ে দেয়, গুরুতর আহত হয় রফিকুল ইসলামসহ তার দলের নেতাকর্মী। রবিবার তাকে আদালতে তোলা হয়েছে। বিজ্ঞ বিচারক দেলোয়ার হোসেন তাকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

এদিকে মাসুদ বিন আমিনের আইনজীবি অ্যাড. মামুনুর রশিদ পাটোয়ারী জানান, বিগত স্বৈরাচার সরকারের আমলে ডোমার-ডিমলার সাবেক এমপি আফতাব উদ্দিন সরকারসহ তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেন ডোমার উপজেলা যুবদল নেতা মাসুদ বিন আমিনের কাছে ১০লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দেয়ায় তাকে বিভিন্ন ভাবে নির্যাতন করে। পরবর্তীতে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল হাজতে প্রেরণ করে।