ডিমলায় র্যাবের অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট: ১২:১৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
- / ২০২

নিজস্ব প্রতিবেদকঃ নীলফামারীর ডিমলায় ৩কেজি গাঁজাসহ রবিউল ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গত বুধবার দিবাগত রাত ১১ টায় র্যাপ-১৩ এর একটি চৌকস দল অভিযান চালিয়ে রবিউল ইসলাম সাদ্দাম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সমর্থ্য হয়।
গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের পাইকারতাড়ি গ্রামের লারকুড়া এলাকা মৃত ছফির উদ্দিনের ছেলে।
র্যাব-১৩ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার শরিফুল ইসলামের বাড়িতে অভিযান চালান। অভিযানের খবর পেয়ে শরিফুল ইসলাম (৩২) সুকৌশলে পালিয়ে যান। অভিযান কালে শরিফুলের বাড়ি থেকে ৩কেজি গাজাসহ মাদক কারবারি রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়। পলাতক শরিফুল ইসলাম একই এলাকার আমিনুর রহমানের ছেলে।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, মাদক আইনে একটি মামলা দায়ের করে গ্রেফতারকৃত রবিউল ইসলামকে থানার হেফাজতে প্রেরণ করা হয়। এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি সত্যতা নিশ্চিত করেন এবং বলেন রবিউল ইসলাম কে মাদকদ্রব্য আইনে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।





















