নীলফামারীতে ২৪-অভ্যুত্থানের যোদ্ধাদের সাথে “ওয়ারিয়র্স অফ জুলাই”এর সাথে মতবিনিময়, ইফতারি ও ঈদ উপহার বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃনীলফামারীতে জুলাই ২৪ এর গণঅভ্যুত্থানের যোদ্ধাদের সাথে “ওয়ারিয়র্স অফ জুলাই” নীলফামারী শাখার উদ্যোগে মতবিনিময়,ইফতারি ও ঈদ উপহার বিচরণ করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বিকেল ৫টায় জেলা প্রশাসকের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে শতাধিক আহত ও শহীদ পরিবারের সাথে মতবিনিময় করে,ইফতার সামগ্রী বিতরণ ও ঈদের উপহার সামগ্রী প্রদান করেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১এর পাবলিক প্রসিকিউটর(পিপি) আসাদুজ্জামান খান রিনো,অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুর রহমান, নীলফামারী জুলাইয়ে শহীদ রুবেলের পিতা, মাতা এবং”ওয়ারীয়র্স অফ জুলাই” এর কেন্দ্রীয় কমিটির মুখপাত্র মাসুদ রানা,জেলা কমিটির নেতৃবৃন্দ ও উপকারভুগি শতাধিক পরিবার। সেখানে বিশেষভাবে শহীদ রুবেলের পরিবারের হাতে আর্থিক প্রণোদনার চেক তুলে দেওয়া হয়।