তারেক রহমানের ৩১ দফা মানুষের ঘরে ঘরে পৌছে দিতে হবে : লিটন

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
নিজস্ব প্রতিবেদকঃ বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত ৭নং ওয়ার্ডে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে। বিএনপির রাজনীতি যে জনগণের জন্য- এই বার্তা সারা দেশের মানুষের কাছে আমাদেরকে পৌঁছে দিতে হবে। রাষ্ট্র কাঠামো সংস্কারে তারেক রহমানের ৩১ দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। বেনাপোল পৌর বিএনপি আয়োজিত ৭নং ওয়ার্ড গাজীপুরে মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে কিন্তু পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত হয়নি। স্বৈরাচারের দোসররা এখনো রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে বাংলাদেশ ও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।
তিনি আরও বলেন ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। এই অঙ্গীকার নিয়েই আমাদের এগোতে হবে।
১৮ই রমজান-১৪৪৬, ১৯ মার্চ ২০২৫ইং তারিখে বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ৭নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মুননাফ এর সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের ভারত, সহ-সভাপতি শাহাবুদ্দিন আহামেদ, নাসিমুল গনি বল্টু, কাজী শাহজাহান সবুজ, আলহাজ্ব আবদার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, আলহাজ্ব আক্তারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহের উল্লাহ, জাতীয়তাবাদী কৃষকদলের উপজেলা আহবায়ক মোঃ আমিরুল ইসলাম, রায়হানুজ্জামান দীপু প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপি’র উপদেষ্টা মতিয়ার রহমান বাবূ, শাহাবুদ্দিন সরদার, সাধারণ সম্পাদক মূছা করিম (মুছা), সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, আবু জাফর, আবুল খায়ের, শফিকুর রহমান উজ্জ্বল, ছাত্রদল নেতা সুমন হোসেন, ইমরান হোসেন, জুয়েল। বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে আবু তাহের ভারত বলেন, দেশের জনগণের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়ে প্রমাণ করেছেন অন্যায়, অত্যাচার, জুলুম করে কেউ টিকে থাকতে পারে না। এ সময় তিনি বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দেশের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ৩১ দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তিনি দেশের সকল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান।