ঝিকরগাছায় ২ ও ৩ নং ওয়ার্ড পৌর বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঝিকরগাছা প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা পৌরসভার ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) আসরবাদ ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন খোলা ছাদে ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা রেজাউর রহমান বাবলু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন।
আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মন্টু, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাবলা ও আলী হোসেন লাল্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবির হোসেন লিপন, পৌর যুবদলের সদস্য সচিব মইনুল ইসলাম জনি, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক রনোকুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নাহিদ আক্তার, বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের আহবায়ক এমরান রেজা খোকন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সহ-সভাপতি মনিরুল কাদির, যুগ্ম-সম্পাদক সাজ্জাদুল আলম লিটন, ছাত্র বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন ব্যারেষ্টার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক তারিক মোহাম্মদ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ফয়সাল মুকুট, বিএনপি নেতা বাবলুর রহমান, মোশারেফ হোসেন, আবুবক্কার, ডিকু মোড়লসহ বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল মশিয়ার রহমান প্রমুখ। পৌর বিএনপির ২ও ৩নং ওয়ার্ডের বিভিন্ন নেতাকর্মী ও এলাকাবাসী ইফতারপূর্ব দোয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করেন।