নীলফামারীতে মহানবী (সাঃ) ও মা আয়েশা (নাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
নিজস্ব প্রতিবেদকঃ আজ বুধবার (১৯ই মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটে নীলফামারীর তৌহিদি জনতার আয়োজনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) ও মা আয়েশাকে নিয়ে কটুক্তি করায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।
আজ বুধবার (১৯ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটে জেলা চৌরঙ্গী মোড় হতে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার চৌরঙ্গী মোড়ে মানববন্ধন করেন হাজার হাজার তৌহিদী জনতা।
জানা যায়, নীলফামারী অনলাইন শপ গ্রুপে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও মা আয়েশা (রা.) কে নিয়ে কুটুক্তির প্রতিবাদে এবং Itz Sobuj Ahmed নামে ফেসবুক আইডির মালিককে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। এ ঘটনায় নীলফামারী সদর থানায় কয়েকজন বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন।এদের মধ্যে একজন জেলার পুরাতন রেলস্টেশন গাছবাড়ি পাড়ার মাসুদ রানার ছেলে পিয়াল হোসেন (২৮)।
নীলফামারীর তৌহিদি জনতার ব্যানারে মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সা.) ও মা আয়েশা (রা.) কে নিয়ে যারা কুটুক্তি করেছে তাদেরকে খুঁজে বের করে, আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানায়। সেই সাথে ভবানী গন্জ বাজারে সুশান্ত রায় মুসলিম উম্মাহর প্রিয় আম্মাজান, মহানবী (সাঃ) এর স্ত্রী মা আয়েশা (রাঃ)কে কটুক্তি করে ফেসবুকে যে পোষ্ট দিয়েছে তারও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।