০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

দহগ্রাম সীমান্তে গভীর রাতে বিএসএফের আবারো কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা

নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদকঃ ললমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারও সীমান্ত আইন লঙ্ঘন করে শূন্য রেখায় কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণের চেষ্টা করেছে।

সোমবার (১৭ মার্চ) সকালে দহগ্রামের সর্দার পাড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তের প্রধান ডিএএমপি পিলার ৪২ বাই ৪৮ নং উপপিলারের কাছে এই ঘটনাটি ঘটে। পশ্চিমবঙ্গ বিএসএফ ৬ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যরা শূন্যরেখায় বেড়া ও লোহার খুঁটি স্থাপনের চেষ্টা করেন বলে স্থানীয়রা জানান।

স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানালে বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছিয়ে বিএসএফ সদস্যদের প্রতিবাদ জানায়। এরপর বিএসএফ সদস্যরা স্থান ত্যাগ করে।

এ ব্যাপারে বিজিবির পানবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. আইযুব আলী জানান, বিএসএফের এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে বিজিবি পক্ষ থেকে তাদের প্রতিবাদ জানানো হয়েছে।

এটি বিএসএফের পক্ষ থেকে শূন্য রেখায় বেড়া নির্মাণের প্রথম ঘটনা নয়। এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি দহগ্রামের কলোনীপাড়া সীমান্তের শূন্য রেখায় রাতে ৫০০ মিটার এলাকা জুড়ে বেড়া ও লোহার খুঁটি স্থাপন করা হয়েছিল, যা স্থানীয়দের নজরে আসে এবং বিজিবির কাছে অভিযোগ জমা পড়ে।বিজিবি কর্তৃপক্ষ জানান, তারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এই ধরনের অগ্রহণযোগ্য কার্যকলাপের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ জানিয়ে পরবর্তীতে এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০২:১৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
১১৫

দহগ্রাম সীমান্তে গভীর রাতে বিএসএফের আবারো কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা

আপডেট: ০২:১৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ ললমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারও সীমান্ত আইন লঙ্ঘন করে শূন্য রেখায় কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণের চেষ্টা করেছে।

সোমবার (১৭ মার্চ) সকালে দহগ্রামের সর্দার পাড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তের প্রধান ডিএএমপি পিলার ৪২ বাই ৪৮ নং উপপিলারের কাছে এই ঘটনাটি ঘটে। পশ্চিমবঙ্গ বিএসএফ ৬ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যরা শূন্যরেখায় বেড়া ও লোহার খুঁটি স্থাপনের চেষ্টা করেন বলে স্থানীয়রা জানান।

স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানালে বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছিয়ে বিএসএফ সদস্যদের প্রতিবাদ জানায়। এরপর বিএসএফ সদস্যরা স্থান ত্যাগ করে।

এ ব্যাপারে বিজিবির পানবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. আইযুব আলী জানান, বিএসএফের এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে বিজিবি পক্ষ থেকে তাদের প্রতিবাদ জানানো হয়েছে।

এটি বিএসএফের পক্ষ থেকে শূন্য রেখায় বেড়া নির্মাণের প্রথম ঘটনা নয়। এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি দহগ্রামের কলোনীপাড়া সীমান্তের শূন্য রেখায় রাতে ৫০০ মিটার এলাকা জুড়ে বেড়া ও লোহার খুঁটি স্থাপন করা হয়েছিল, যা স্থানীয়দের নজরে আসে এবং বিজিবির কাছে অভিযোগ জমা পড়ে।বিজিবি কর্তৃপক্ষ জানান, তারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এই ধরনের অগ্রহণযোগ্য কার্যকলাপের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ জানিয়ে পরবর্তীতে এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।