০৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

সংস্কার নিয়ে জাতিসংঘ মহাসচিবকে নিজেদের অবস্থান জানাল বিএনপি-এনসিপি

নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেসকে সংস্কার ও নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান জানাল বিএনপি, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দল। জাতিসংঘ মহাসচিবের সাথে গোলটেবিল বৈঠকে এ ব্যাপারে নিজেদের অবস্থান তুলে ধরেন রাজনৈতিক দল ও অংশীজনরা।

শনিবার (১৫ মার্চ) দুপুর একটায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স অংশ নেন।

বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু নির্বাচনকেন্দ্রিক সংস্কার শেষ করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি। তবে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, সংস্কার ও নির্বাচন কীভাবে হবে সেটি বাংলাদেশের অভ্যরন্তরীণ ইস্যু্ বলে জাতিসংঘ মনে করে। এদেশের জনগণকেই তা নির্ধারণ করতে হবে।

এদিকে বৈঠকে সংস্কার নিয়ে জাতীয় নাগরিক পার্টির অবস্থান তুলে ধরা হয়েছে বলে জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক বলেন, ‘সংস্কার ও গণহত্যার বিচারে জনগণের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সংস্কারের মৌলিক ভিত্তি এই সরকারের আমলেই তৈরি করতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন কাজে দেবে না। এছাড়া জুলাই সনদ, সংবিধান ও গণপরিষদ নিয়েও আমাদের অবস্থান তুলে ধরেছি।’

বৈঠকে গণসংহতি আন্দোলন আন্তর্জাতিক মানদণ্ডে জুলাই গণহত্যার বিচার নিশ্চিতে জাতিসংঘের সহায়তা চায়। জোটের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘সংস্কার ও নির্বাচনের বিষয়ে ঐকমত্য নিয়ে আমাদের অবস্থান তুলে ধরা হয়েছে।’

এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে দেয়া সুপারিশ বাস্তবায়নে সংস্থাটির সাহায্য প্রয়োজন। এখনো জাতিসংঘের তিনটি প্রতিষ্ঠানে শেখ হাসিনার আত্মীয়রা কাজ করছেন।

বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল, ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ, সদস্য ড. ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে চার দিনের সফরে গত বৃহস্পতিবার ঢাকায় আসেন আন্তোনিও গুতেরেস। শনিবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান তিনি। আগামীকাল রোববার সকালে তার ঢাকা ছাড়ার কথা।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১০:০১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
২৬

সংস্কার নিয়ে জাতিসংঘ মহাসচিবকে নিজেদের অবস্থান জানাল বিএনপি-এনসিপি

আপডেট: ১০:০১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেসকে সংস্কার ও নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান জানাল বিএনপি, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দল। জাতিসংঘ মহাসচিবের সাথে গোলটেবিল বৈঠকে এ ব্যাপারে নিজেদের অবস্থান তুলে ধরেন রাজনৈতিক দল ও অংশীজনরা।

শনিবার (১৫ মার্চ) দুপুর একটায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স অংশ নেন।

বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু নির্বাচনকেন্দ্রিক সংস্কার শেষ করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি। তবে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, সংস্কার ও নির্বাচন কীভাবে হবে সেটি বাংলাদেশের অভ্যরন্তরীণ ইস্যু্ বলে জাতিসংঘ মনে করে। এদেশের জনগণকেই তা নির্ধারণ করতে হবে।

এদিকে বৈঠকে সংস্কার নিয়ে জাতীয় নাগরিক পার্টির অবস্থান তুলে ধরা হয়েছে বলে জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক বলেন, ‘সংস্কার ও গণহত্যার বিচারে জনগণের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সংস্কারের মৌলিক ভিত্তি এই সরকারের আমলেই তৈরি করতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন কাজে দেবে না। এছাড়া জুলাই সনদ, সংবিধান ও গণপরিষদ নিয়েও আমাদের অবস্থান তুলে ধরেছি।’

বৈঠকে গণসংহতি আন্দোলন আন্তর্জাতিক মানদণ্ডে জুলাই গণহত্যার বিচার নিশ্চিতে জাতিসংঘের সহায়তা চায়। জোটের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘সংস্কার ও নির্বাচনের বিষয়ে ঐকমত্য নিয়ে আমাদের অবস্থান তুলে ধরা হয়েছে।’

এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে দেয়া সুপারিশ বাস্তবায়নে সংস্থাটির সাহায্য প্রয়োজন। এখনো জাতিসংঘের তিনটি প্রতিষ্ঠানে শেখ হাসিনার আত্মীয়রা কাজ করছেন।

বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল, ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ, সদস্য ড. ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে চার দিনের সফরে গত বৃহস্পতিবার ঢাকায় আসেন আন্তোনিও গুতেরেস। শনিবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান তিনি। আগামীকাল রোববার সকালে তার ঢাকা ছাড়ার কথা।