১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

নীলফামারীর ডোমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃ*ত্যু

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • / ২১৮

নিজস্ব প্রতিবেদকঃ নীলফামারির ডোমারের জোড়াবাড়ির বেতগাড়ায় নিজ বাদাম ক্ষেতে পানি দিতে গিয়ে আজিবর রহমান (৫৪) নামে এক কৃষকের মৃত্যু হয়।

সোমবার (১০ মার্চ) দুপুরে বাদাম ক্ষেতে পানি দেওয়ার জন্য বৈদ্যতিক পাম্পে সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

নিহত আজিবর রহমান উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের বেতগাড়া গ্রামের মজনদি পাড়ার মৃত মজনদি মাহমুদের ছেলে।

এলাকাবাসীর থেকে জানা যায়, আজিবর রহমান নিজ জমিতে পানি সেচ দিতে গিয়ে সেচ পাম্পের বৈদ্যুতিক তারে সংযোগ দিতে গিয়ে শক খেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার ডোমার উপজেলার বোড়াগাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, সেচযন্ত্রের সংযোগ দেওয়ার সময় বিদ্যুতের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। তারা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

নীলফামারীর ডোমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃ*ত্যু

আপডেট: ১১:৩৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ নীলফামারির ডোমারের জোড়াবাড়ির বেতগাড়ায় নিজ বাদাম ক্ষেতে পানি দিতে গিয়ে আজিবর রহমান (৫৪) নামে এক কৃষকের মৃত্যু হয়।

সোমবার (১০ মার্চ) দুপুরে বাদাম ক্ষেতে পানি দেওয়ার জন্য বৈদ্যতিক পাম্পে সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

নিহত আজিবর রহমান উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের বেতগাড়া গ্রামের মজনদি পাড়ার মৃত মজনদি মাহমুদের ছেলে।

এলাকাবাসীর থেকে জানা যায়, আজিবর রহমান নিজ জমিতে পানি সেচ দিতে গিয়ে সেচ পাম্পের বৈদ্যুতিক তারে সংযোগ দিতে গিয়ে শক খেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার ডোমার উপজেলার বোড়াগাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, সেচযন্ত্রের সংযোগ দেওয়ার সময় বিদ্যুতের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। তারা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।