ডিমলায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ দেশব্যাপী চালানো অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে শনিবার রাতে ডিমলা উপজেলার টেপা খড়িবাড়ি ও খালিশা চাপানি ইউনিয়ন থেকে ২ জনকে গ্রেপ্তার করেছে ডিমলা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, টেপা খড়িবাড়ি ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ি গ্রামের মৃত আসাদ আলীর পুত্র আব্দুল গফুর (৪৬) ও খালিশা চাপানি ইউনিয়ন ৮নং ওয়ার্ডের মৃত লোকমান আলীর পুত্র আব্দুস সাত্তার (৩৭)। আব্দুল গফুর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের টেপা খড়িবাড়ি ইউনিয়ন শাখার যুগ্ম সম্পাদক এবং আব্দুর ছাত্তার খালিশা চাপানি ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য ও কাউন্সিলর।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী জানান, গ্রেফতারকৃতদের কুটিরডাঙ্গার সন্ত্রাসী, চাঁদাবাজি ও নাশকতা ঘটনার মামলা নং-২৬ তাং ২৬/৯/২৪ ইং মামলায় গ্রেপ্তার দেখিয়ে, আদালতের মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।