১১:০৮ অপরাহ্ন, সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫

সালথায় সমকালের সাংবাদিকের মায়ের গলায় অস্ত্র ঠেকিয়ে স্বর্ণ ও টাকা লুট

নিউজ ডেস্ক

সনত চক্র বর্ত্তী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় সমকালের সালথা উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামের বাসায় ঢুকে মায়ের গলায় রামদা ঠেকিয়ে একটি সোনার চেইন ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে সাংবাদিকের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাইফুল ইসলাম বলেন, তাদের বাড়িতে সেমিপাকা মোট চারটি ঘর আছে। এই ঘরগুলোতে তিনি তার ভাই এবং বাবা মা নিয়ে বসবাস করে আসছেন। তার ছোট ভাই ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করার সুবাদে ছোট ভাইয়ের ঘরটি ফাঁকা থাকায় তার মা সে ঘরে ঘুমিয়ে ছিলেন।

তিনি বলেন, ভোরের দিকে মা যে ঘরে ছিলেন সেই ঘরের দরজার গ্রিলের ছিটকানি খুলে অজ্ঞাত ব্যক্তিরা ঘরের ভেতর ঢোকেন। তার মা শব্দ পেয়ে জেগে উঠলে দুই দুর্বৃত্ত মধ্যে একজন তার মায়ের গলায় রামদা ঠেকিয়ে কোনরকম সাড়াশব্দ না করতে হুমকি দেন।

পরে দুর্বৃত্তরা ঘরের ভিতরের আলমারি থেকে নগদ পঁচিশ হাজার টাকা ও একটি সোনার চেইন নিয়ে যায়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০১:১২:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫

সালথায় সমকালের সাংবাদিকের মায়ের গলায় অস্ত্র ঠেকিয়ে স্বর্ণ ও টাকা লুট

আপডেট: ০১:১২:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫

সনত চক্র বর্ত্তী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় সমকালের সালথা উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামের বাসায় ঢুকে মায়ের গলায় রামদা ঠেকিয়ে একটি সোনার চেইন ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে সাংবাদিকের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাইফুল ইসলাম বলেন, তাদের বাড়িতে সেমিপাকা মোট চারটি ঘর আছে। এই ঘরগুলোতে তিনি তার ভাই এবং বাবা মা নিয়ে বসবাস করে আসছেন। তার ছোট ভাই ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করার সুবাদে ছোট ভাইয়ের ঘরটি ফাঁকা থাকায় তার মা সে ঘরে ঘুমিয়ে ছিলেন।

তিনি বলেন, ভোরের দিকে মা যে ঘরে ছিলেন সেই ঘরের দরজার গ্রিলের ছিটকানি খুলে অজ্ঞাত ব্যক্তিরা ঘরের ভেতর ঢোকেন। তার মা শব্দ পেয়ে জেগে উঠলে দুই দুর্বৃত্ত মধ্যে একজন তার মায়ের গলায় রামদা ঠেকিয়ে কোনরকম সাড়াশব্দ না করতে হুমকি দেন।

পরে দুর্বৃত্তরা ঘরের ভিতরের আলমারি থেকে নগদ পঁচিশ হাজার টাকা ও একটি সোনার চেইন নিয়ে যায়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।