তারুণ্যের উৎসব ২০২৫ঃ- “বিজয়ের উল্লাসে,তারুণ্যের উচ্ছ্বাসে” জেলা শিল্পকলা একাডেমিতে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান।
মোঃ বাদশা প্রমানিক নীলফামারী প্রতিনিধিঃ তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, “বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে”নীলফামারী জেলা শিল্পকলা একাডেমিতে নিত্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় নীলফামারী জেলা শিল্পকলা একাডেমিতে নিত্যসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।আরো উপস্থিত ছিলেন, শিল্প একাডেমীর সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন এলাকা হতে আসা তরুণ তরুণীরা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীবৃন্দ। এ সময় নিত্য শিল্পীরা বিভিন্ন ধরনের নৃত্য উপহার দিয়ে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।
এসো দেশ বদলায়,পৃথিবী বদলায় স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রধান অতিথির ভাষনই বলেন, মানুষের স্বাভাবিক শারীরিক বৃদ্ধির জন্য যেমন দরকার খাদ্য মানসিক বিকাশের জন্য দরকার শিল্পকলা। শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য একটি জাতির পরিচয় বহন করে। শিল্প সাহিত্যে যে জাতি যত বেশি অগ্রসর,সে জাতি তত বেশি উন্নত। আগামীতে বাংলাদেশকে উন্নত করতে হলে, আমাদের শিল্প ও সাংস্কৃতিকে অগ্রসর করতে হবে।