০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

পাবনায় মিছিল করতে গিয়ে ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৫

নিউজ ডেস্ক

পাবনা প্রতিনিধিঃ পাবনার আতাইকুলায় মিছিল করার সময় পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগের সভাপতিসহ ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

শনিবার (২৫ জানুয়ারি) তাদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একটি মামলা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো পাবনা পলিটেকনিক্যান কলেজের ছাত্রলীগ সভাপতি ও আতাইকুলা থানার শ্রীকোল গ্রামের মুনু ফকিরের ছেলে শহিদুল ইসলাম, ছাত্রলীগকর্মী একই গ্রামের জনাব আলীর ছেলে তপু রায়হান, বিল্লাাল মৃধার ছেলে শাকিল মৃধা, দুবলিয়া গ্রামের শাজাহানের ছেলে শাউন রেজা, টাটিপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে আমিরুল ইসলাম।

আতাইকুলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম জানান, শুক্রবার রাত ১০ টার দিকে শ্রীকোল বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৮/১০ জনের একটি দল জয় বাংলাসহ বিভিন্ন ভয়ভীতির স্লোগান দিচ্ছিল। এসময় পুলিশ ধাওয়া করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে অভিযান চালিয়ে ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুুপুরে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়। অন্যদের আটকের অভিযান অব্যহত রয়েছে।#

Please Share This Post in Your Social Media

আপডেট: ১০:২১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
৩০

পাবনায় মিছিল করতে গিয়ে ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৫

আপডেট: ১০:২১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

পাবনা প্রতিনিধিঃ পাবনার আতাইকুলায় মিছিল করার সময় পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগের সভাপতিসহ ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

শনিবার (২৫ জানুয়ারি) তাদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একটি মামলা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো পাবনা পলিটেকনিক্যান কলেজের ছাত্রলীগ সভাপতি ও আতাইকুলা থানার শ্রীকোল গ্রামের মুনু ফকিরের ছেলে শহিদুল ইসলাম, ছাত্রলীগকর্মী একই গ্রামের জনাব আলীর ছেলে তপু রায়হান, বিল্লাাল মৃধার ছেলে শাকিল মৃধা, দুবলিয়া গ্রামের শাজাহানের ছেলে শাউন রেজা, টাটিপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে আমিরুল ইসলাম।

আতাইকুলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম জানান, শুক্রবার রাত ১০ টার দিকে শ্রীকোল বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৮/১০ জনের একটি দল জয় বাংলাসহ বিভিন্ন ভয়ভীতির স্লোগান দিচ্ছিল। এসময় পুলিশ ধাওয়া করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে অভিযান চালিয়ে ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুুপুরে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়। অন্যদের আটকের অভিযান অব্যহত রয়েছে।#