নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন মোঃ সাকিব হাসান
- আপডেট: ০৬:১৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / ৪৩

নড়াইল প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ (কালিয়া-নড়াগাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ও জাতীয় বেকার সংস্থার সভাপতি মোঃসাকিব হাসান।
গত সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে মনোনয়ন দাখিলের শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম এর নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়ন পত্র জমা দিয়ে মোঃসাকিব হাসান সাংবাদিকদের মাধ্যমে নড়াইল ১ আসনের ভোটারদের কাছে দোয়া চান,এবং সর্ব কনিষ্ঠ সংসদ সদস্য প্রার্থী হিসেবে তরুনদের ভোট তার পক্ষে যাবে বলে আশা ব্যক্ত করেন এবং তার জন্য সবার কাছে দোয়া চান।
এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে আজ ২৯ শে ডিসেম্বর সোমবার
বি এনপি জামায়াত ইসলামী,জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ সহ নড়াইলের দুইটি আসনে মোট ২২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন ।





















