০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

নড়াইলে ইজি ফ্যাশন শোরুম উদ্বোধন করলেন ক্রিকেটার আশরাফুল

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৫৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / ৪২

স্বপন কুমার দাস, নড়াইল প্রতিনিধি : নড়াইলে ইজি ফ্যাশন শোরুমের ৯৪তম শাখার উদ্বোধন করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

মঙ্গলবার বিকেল ৫টায় প্রধান অতিথি হিসেবে শহরের বানিজ্যিক কেন্দ্র সিকদার কমপ্লেক্সে ফিতা কেটে ঐতিহ্যবাহী পোশাক নির্মাতা ও বিক্রেতা প্রতিষ্ঠান ইজি ফ্যাশন শোরুমের উদ্বোধন করেন তিনি।

এ সময় পোশাক জগতের অন্যতম ব্র্যান্ড ইজি ফ্যাশনের সফলতা তুলে ধরে মোহাম্মদ আশরাফুল বলেন, পোশাক নির্মাণে গুণগত মান বজায় রাখার কারণে ইজি ফ্যাশন অল্পদিনের ব্যবধানে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছাতে সক্ষম হয়েছে। ইজি ফ্যাশনের স্বত্বাধিকারীরা ক্রিকেট অনুরাগী হওয়ায় সামনের বিপিএল ক্রিকেট খেলায় প্রতিষ্ঠানটি রংপুর রাইডার্স এ স্পন্সর হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইজি ফ্যাশন লিমিটেডের পরিচালক মোহাম্মদ তৌহিদ চৌধুরী, মহাপরিচালক মোহাম্মদ আমজাদ চৌধুরী, রুপগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি মো: রজিবুল ইসলাম বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, ব্যবসায়ী সিকদার তোফায়েল হোসেন, শোরুমের কর্মকর্তাসহ ব্যবসায়ী ও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনীতে শোরুমে ছিল ক্রেতাদের উপচেপড়া ভীড়।

Please Share This Post in Your Social Media

নড়াইলে ইজি ফ্যাশন শোরুম উদ্বোধন করলেন ক্রিকেটার আশরাফুল

আপডেট: ০৬:৫৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

স্বপন কুমার দাস, নড়াইল প্রতিনিধি : নড়াইলে ইজি ফ্যাশন শোরুমের ৯৪তম শাখার উদ্বোধন করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

মঙ্গলবার বিকেল ৫টায় প্রধান অতিথি হিসেবে শহরের বানিজ্যিক কেন্দ্র সিকদার কমপ্লেক্সে ফিতা কেটে ঐতিহ্যবাহী পোশাক নির্মাতা ও বিক্রেতা প্রতিষ্ঠান ইজি ফ্যাশন শোরুমের উদ্বোধন করেন তিনি।

এ সময় পোশাক জগতের অন্যতম ব্র্যান্ড ইজি ফ্যাশনের সফলতা তুলে ধরে মোহাম্মদ আশরাফুল বলেন, পোশাক নির্মাণে গুণগত মান বজায় রাখার কারণে ইজি ফ্যাশন অল্পদিনের ব্যবধানে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছাতে সক্ষম হয়েছে। ইজি ফ্যাশনের স্বত্বাধিকারীরা ক্রিকেট অনুরাগী হওয়ায় সামনের বিপিএল ক্রিকেট খেলায় প্রতিষ্ঠানটি রংপুর রাইডার্স এ স্পন্সর হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইজি ফ্যাশন লিমিটেডের পরিচালক মোহাম্মদ তৌহিদ চৌধুরী, মহাপরিচালক মোহাম্মদ আমজাদ চৌধুরী, রুপগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি মো: রজিবুল ইসলাম বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, ব্যবসায়ী সিকদার তোফায়েল হোসেন, শোরুমের কর্মকর্তাসহ ব্যবসায়ী ও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনীতে শোরুমে ছিল ক্রেতাদের উপচেপড়া ভীড়।