খুলনা, খুলনা বিভাগ, জেলার খবর | তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 3424 বার
খুলনা জেলা প্রতিনিধি: খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটীতে বহুল আলোচিত অস্ত্রবাজ মোজাফফর আলীর বাড়ি থেকে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে ২টি একনলা দেশীয় বন্দুক ও ৩ রাউন্ড শর্টগানের গুলি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে। তবে মোজাফ্ফরকে আটক করতে পারনি।
সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় যৌথবাহিনীর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সেনহাটী কাটানীপাড়ার মোজাফফরে বাড়িতে অভিযান পরিচালনা করেন।এ সময় বাংলাদেশ নৌবাহিনীর সাথে র্যাব ও পুলিশ সদস্যরা মোজাফফরের ঘরের ১’শ গজ পেছনে একটি বাগানে পলিথিন দিয়ে মোড়ানো দু’টি দেশীয় বন্দুক ও তিন রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করে। তবে মোজাফফরকে আটক করতে পারেনি।
উল্লেখ্য গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর দিন স্থানীয় বিএনপির একটি আনন্দ মিছিল বের হয়। ঐ মিছিলে মোজাফ্ফর অস্ত্র বের করে কয়েকজন নেতাকে নিয়ে জনসম্মুখে আসেন। যা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বিষয়টি নিয়ে যৌথবাহিনী অস্ত্র উদ্ধারে বেশ কয়েক বার অভিযান চালায় এবং বৃহস্পতিবার সকালে উল্লিখিত দু’টি অবৈধ অস্ত্র পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে।
এ ব্যাপারে খুলনা র্যাব-৬ পুলিশ পরিদর্শক আবদুল কুদ্দুস দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। ডায়েরি নং-১১৪০ তাং ২৬ সেপ্টেম্বর।