নড়াইলে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন
- আপডেট: ০৪:২৫:৪১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ২৪

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষ্যে বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালী বের হয়। র্যালী শুরুর আগে ১১নারী ও পুরুষ প্রতিবন্ধীকে বিনামূল্যে হুইল চেয়ার, একজনকে এলবো ক্রাচ ও অপর একজনকে ওয়াকার প্রদান করা হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড.এম মিজানুর রহমান খান।প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম।নড়াইল সদর হাসপাতাল সমাজ সেবা কর্মকর্তা তমা রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ^াস।আরও বক্তৃতা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক এ.টি.এম মাসুদ হোসেন।উপস্থিত ছিলেন শহর সমাজসেবা অফিসার মো: সুজা উদ্দিন,সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্ববধায়ক আসাদুল্লাহসহ অন্যান্য কর্মকর্তাগন।




















