মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ ৮ জন গ্রেফতার!
মাগুরা প্রতিনিধিঃ মাগুরা সদর উপজেলার পারলায় পিকুল ও ফরিদ খানের ইটভাটায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বেশকিছু দেশী বিদেশি আগ্নেয়াস্ত্র এবং মাদকসহ মোট ৮ জন সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
০৮ এপ্রিল রাতে গোয়েম্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।মাগুরা পারলা এলাকায় শীর্ষ সন্ত্রাসী ফরিদ খান তার ইট ভাটায় অস্ত্র সহ সহোযোগীদের নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে তৎক্ষণাৎ বিএ ৭৩৩২ লেফটেন্যান্ট কর্ণেল আনন্দ মোস্তফা মিশু, পিএসসি, অধিনায়ক, ১৪ বীরের সার্বিক নেতৃত্বে এলাকায় অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
অভিযান কালে-পারলা গ্রামের ফরিদ খান (৫৬)পিতাঃ মৃত হাবিবুর রহমান খান জেলাঃ মাগুরা মোঃ নূহু দারুল হুদা (৫৯,)পিতাঃ মৃত নুরুল হুদা, গ্রামঃ হাসপাতাল পাড়াথানাঃ মাগুরা সদরজেলাঃ মাগুরা, মোঃ ইলিয়াছ খান (৩৩),পিতাঃ আঃ মালেক খান,গ্রামঃ জামুরা, থানাঃ পটুয়াখালী সদর জেলাঃ পটুয়াখালী, মোঃ আইনূল হোসাইন (৪৪), পিতাঃ আঃ রউফ মোল্ল্যা, গ্রামঃ বাখেরা, থানাঃ শ্রীপুর, জেলাঃ মাগুরা, মোঃ আব্দুল জলিল জুয়েল (৩৫), পিতাঃ মৃত হাফিজুর রহমান, গ্রামঃ আবালপুর, থানাঃ মাগুরা সদর জেলাঃ মাগুরা, মোঃ শাহিন শেখ (২৮), পিতাঃ লাল মিয়া শেখ, গ্রামঃ মাগুরা, থানাঃ মাগুরা সদর জেলাঃ মাগুরা, সৈয়দ খায়রুল আলম শাওন (৪৮), পিতাঃ নুরুল আলম, গ্রামঃ মোহাম্মদপুর, থানাঃ আদাবর, জেলাঃ ঢাকা, কাজী আরিফুল হক পাভেল (৪৫), পিতাঃ মৃত আনারুল হক, গ্রামঃ ভায়না, থানাঃ মাগুরা সদর, জেলাঃ মাগুরা আটক করতে সক্ষম হয়। আটককালে তাদের নিকট থেকে চাইনিজ পিস্তল-০১টি, ম্যাগাজিন-০১টি, ওয়ান শুটার গান-০২টি, ওয়ান শুটার গান এ্যামুঃ-০৪টি, এয়ার গান-০১টি, এয়ার গান এ্যামুঃ-২৬৪ রাউন্ড, ২২ এ্যামুনিশন-০৭ রাউন্ড, পিস্তল এ্যামুনিশন-০১ রাউন্ড, চাইনিজ কুড়াল ০২টি, চাপাতি ০৬টি, মদ-০২ বোতল (কেরু এ্যান্ড কোং), নগদ অর্থ-১,৪৫,০০০/-, মোবাইল ১১টি অস্ত্রসহ টাকা ও মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের জব্দকৃত মালামালসহ মাগুরা সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।