খুলনা বিভাগ, জেলার খবর, যশোর, রাজনীতি | তারিখঃ আগস্ট ২০, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 9726 বার
সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর): হাজার ও ছাত্র জনতার মহান আত্মত্যাগের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা দেশের সার্বভৌমত্ব অর্জনে যেমন নতুন মাত্রা যোগ করেছে তেমনি জাতিকে ঐক্যবদ্ধ করে শান্তি ও সম্প্রীতির বন্ধনে নতুন ভাবে বাঁচার সুযোগ করে দিয়েছে।
দেশের মানুষ আজ শান্তিতে নিঃশ্বাস নিচ্ছে। স্বৈর শাসক হাসিনার পতন উপলক্ষে যশোরের বাঘারপাড়ায় বিএনপি আয়োজিত দুই দিনের সমাবেশ ও কর্মসূচিতে নেতৃবৃন্দ এসব কথা বলেন ।
কেন্দ্র ঘোষিত দু’দিনের কর্মসূচির শেষ দিনে গতকাল উপজেলা সদরের চৌরাস্তায় এ কর্মসূচির আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। এদিন পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আব্দুল হাই মনা বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক চেয়ারম্যান শামছুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মশিয়ূর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল রহমান মিন্টু।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান, হাফিজুর রহমান, গোলাম সরোয়ার, পৌর সাংগঠনিক সম্পাদক খন্দকার মেহেদী হাসান, বিএনপি নেতা হাবিবুর রহমান, বাহারুল ইসলাম, আবু দাউদ, আবু তালেব, যুবদল নেতা বিল্লাল হোসেন বিশ্বাস, হিরু আহমেদ, বাবুল আক্তার, স্বেচ্ছাসেবকদলের নেতা জাকির হোসেন সহুদ, লাভলুর রহমান, ছাত্রদল নেতা নাফিস ইকবাল ইসাসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, শৈরাশাসক হাসিনার শাসন আমলের জুলুম-নির্যাতন, গায়েবী মামলা ও অত্যাচারের ভয়াবহতা এত সীমা ছাড়িয়েছিল যে, বিরোধী দল ও মতের মানুষ গুলো প্রতিনিয়ত মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করতো। অবশেষে সেই মহান আল্লাহর গুজবে নিপতিত হয়েছে হাসিনা ও তার দোসররা। যুগে যুগে শৈরাশাসকদের পরিণতি এমন ই হয়েছে।
কর্মসুচি শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে।