জাতীয় সংবাদ | তারিখঃ আগস্ট ১৩, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 561 বার
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি), র্যাব মহাপরিচালক ও ডিএমপি কমিশনারের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মোহাম্মদ আলী মিয়াকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
১৩ আগস্ট, মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে সরিয়ে দেওয়ার বিষয়টি জানানো হয়েছে। তবে এখনো নতুন করে কাউকে সিআইডি প্রধানের দায়িত্ব দেওয়া হয়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।