তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকীতে নাভারণে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট: ০৮:১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / ১৬

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, শার্শা উপজেলা শাখার উদ্যোগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও যশোরের উন্নয়নের কারিগর তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর-২০২৫) বিকেলে নাভারণ বাজারের আল-জামিয়াতুল ইসলামিয়া বাহারুল (লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা) প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা শ্রমিকদল নেতা মো. নাজমুল হোসেন, শার্শা ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. বকুল হোসেন, সিনিয়র সহসভাপতি মো. আশাদুল ইসলাম, সহসভাপতি মো. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ইউনুস আলী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন নিজামপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. জাফর হোসেন, সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, ডিহি ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক আলী হাসান, সহদপ্তর সম্পাদক সামাউল ইসলাম, কৃষি সম্পাদক মো. মতিয়ার রহমান, কায়বা ইউনিয়ন কৃষকদল নেতা মো. ফারুক হোসেন, মো. আব্দুল্লাহ ও মো. রুবেল হোসেনসহ কৃষকদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।





















