১২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

যশোরে ডিবি’র অভিযানে ৩৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৫৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / ১৪

নিজস্ব প্রতিবেদক: জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের বিশেষ অভিযানে ৩৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ নভেম্বর-২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে কোতোয়ালী মডেল থানার ফতেপুর ইউনিয়নের বাউলিয়া চাঁদপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

ডিবির চৌকস টিমের নেতৃত্বে ছিলেন এসআই বাবলা দাস, এসআই মোঃ কামাল হোসেন ও এএসআই মোঃ আলী মিয়া। তারা সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় জয় স্টোরের সামনে সন্দেহভাজন মোঃ কুদ্দুস আলী (২৬) নামে এক যুবককে আটক করা হয়।

তল্লাশি চালিয়ে তার কাঁধে থাকা কালো রঙের স্কুলব্যাগ থেকে ২০টি নীল জিপারযুক্ত পলিথিনে রাখা মোট ৩৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৩৫০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে ডিবি।

গ্রেফতারকৃত কুদ্দুস আলী যশোর জেলার কোতোয়ালী থানার বড় আচড়া গ্রামের মোঃ কাজল হোসেনের ছেলে। পুলিশের প্রাথমিক তথ্যানুযায়ী, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে।

এ ঘটনায় এসআই মোঃ কামাল হোসেন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

যশোরে ডিবি’র অভিযানে ৩৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: ০৩:৫৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের বিশেষ অভিযানে ৩৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ নভেম্বর-২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে কোতোয়ালী মডেল থানার ফতেপুর ইউনিয়নের বাউলিয়া চাঁদপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

ডিবির চৌকস টিমের নেতৃত্বে ছিলেন এসআই বাবলা দাস, এসআই মোঃ কামাল হোসেন ও এএসআই মোঃ আলী মিয়া। তারা সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় জয় স্টোরের সামনে সন্দেহভাজন মোঃ কুদ্দুস আলী (২৬) নামে এক যুবককে আটক করা হয়।

তল্লাশি চালিয়ে তার কাঁধে থাকা কালো রঙের স্কুলব্যাগ থেকে ২০টি নীল জিপারযুক্ত পলিথিনে রাখা মোট ৩৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৩৫০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে ডিবি।

গ্রেফতারকৃত কুদ্দুস আলী যশোর জেলার কোতোয়ালী থানার বড় আচড়া গ্রামের মোঃ কাজল হোসেনের ছেলে। পুলিশের প্রাথমিক তথ্যানুযায়ী, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে।

এ ঘটনায় এসআই মোঃ কামাল হোসেন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।