১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

নাভারণে অভিযুক্ত শিক্ষক আব্দুল আলিমের স্থায়ী বহিষ্কারের দাবিতে মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৪০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার নাভারণ বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলিমের পুনরায় বিদ্যালয়ে যোগদানকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থীরা।

বুধবার (২৯ অক্টোবর-২০২৫) সকাল ১১টার দিকে তারা যশোর–বেনাপোল মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।

বিক্ষোভ চলাকালে প্রায় এক ঘণ্টা মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে যশোর-বেনাপোল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা অবরোধ চলাকালে অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কার ও তার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানায়।

শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর প্রাথমিক তদন্তে শিক্ষক আব্দুল আলিমকে বিদ্যালয় পরিচালনা কমিটি সাময়িকভাবে বহিষ্কার করে। কিন্তু বুধবার সকালে ওই শিক্ষক পুনরায় স্কুলে যোগদান করলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। পরে তারা মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে।

খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের আশ্বাসে এবং প্রশাসনের হস্তক্ষেপে শিক্ষার্থীরা আগামী ৫ নভেম্বরের মধ্যে স্থায়ী ব্যবস্থা নেওয়ার আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম বলেন, “শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলি। পরে তারা মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে অবরোধ তুলে নেয়।”

Please Share This Post in Your Social Media

নাভারণে অভিযুক্ত শিক্ষক আব্দুল আলিমের স্থায়ী বহিষ্কারের দাবিতে মহাসড়ক অবরোধ

আপডেট: ০৬:৪০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার নাভারণ বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলিমের পুনরায় বিদ্যালয়ে যোগদানকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থীরা।

বুধবার (২৯ অক্টোবর-২০২৫) সকাল ১১টার দিকে তারা যশোর–বেনাপোল মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।

বিক্ষোভ চলাকালে প্রায় এক ঘণ্টা মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে যশোর-বেনাপোল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা অবরোধ চলাকালে অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কার ও তার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানায়।

শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর প্রাথমিক তদন্তে শিক্ষক আব্দুল আলিমকে বিদ্যালয় পরিচালনা কমিটি সাময়িকভাবে বহিষ্কার করে। কিন্তু বুধবার সকালে ওই শিক্ষক পুনরায় স্কুলে যোগদান করলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। পরে তারা মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে।

খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের আশ্বাসে এবং প্রশাসনের হস্তক্ষেপে শিক্ষার্থীরা আগামী ৫ নভেম্বরের মধ্যে স্থায়ী ব্যবস্থা নেওয়ার আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম বলেন, “শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলি। পরে তারা মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে অবরোধ তুলে নেয়।”