বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ট্রাকসহ মাদকদ্রব্য জব্দ, আটক-২
- আপডেট: ০৮:৫৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ৬৭

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ফেন্সিডিল, ফেন্সিডিল জাতীয় উইনসারেক্স কাফ সিরাপ, ট্রাক, বাইসাইকেলসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়।
রোববার (২১ সেপ্টেম্বর ২০২৫) ৪৯ বিজিবির অধীনস্থ বেনাপোল, শাহজাদপুর বিওপি এবং বেনাপোল আইসিপি’র যৌথ অভিযানে এসব মালামাল জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ৬৪ লাখ ৫৫ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটককৃতরা হলেন যশোরের বেনাপোল পৌর এলাকার গাজীপুর গ্রামের তনু মোড়লের ছেলে ইউসুফ মোড়ল (৪২) এবং নড়াইল সদর উপজেলার বাকোলি গ্রামের মৃত বিজয় বিষ্ণুর ছেলে মুকুল গোস্বামী (৬৮)।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, “দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকাকে চোরাচালানের রুট হিসেবে ব্যবহার করে একটি চক্র সক্রিয় রয়েছে। তাদের ধরতে আমাদের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।”
তিনি আরও বলেন, “জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং পরবর্তীতে আইনানুযায়ী ধ্বংস করা হবে। অন্যদিকে আটককৃত চোরাচালান পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।”
আটক দুই আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





















