০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫

শার্শায় বিজিবি’র অভিযানে ১৫২ বোতল ফেন্সিডিল ও মোবাইল ফোন জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩০

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ১৫২ বোতল ফেন্সিডিল ও একটি মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে জব্দকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৮৬,৮০০ টাকা।

খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধীনস্থ গোগা বিওপি’র সদস্যরা সীমান্ত এলাকায় এ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। রোববার (১৪ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স।

প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধিনায়ক জানান, চোরাচালান ও মাদক পাচার রোধে সীমান্ত এলাকায় বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।

তিনি আরও জানান, জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে, যা আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস করা হবে।

বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান রোধে এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

শার্শায় বিজিবি’র অভিযানে ১৫২ বোতল ফেন্সিডিল ও মোবাইল ফোন জব্দ

আপডেট: ১০:৩৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ১৫২ বোতল ফেন্সিডিল ও একটি মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে জব্দকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৮৬,৮০০ টাকা।

খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধীনস্থ গোগা বিওপি’র সদস্যরা সীমান্ত এলাকায় এ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। রোববার (১৪ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স।

প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধিনায়ক জানান, চোরাচালান ও মাদক পাচার রোধে সীমান্ত এলাকায় বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।

তিনি আরও জানান, জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে, যা আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস করা হবে।

বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান রোধে এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।