বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লীচিকিৎসক এ্যাসোসিয়েশনের নড়াইল জেলা শাখার আহবায়ক কমিটি গঠন
- আপডেট: ০৫:০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / ৬১

নড়াইল প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লীচিকিৎসক এ্যাসোসিয়েশনের নড়াইল জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
৩০ই আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লীচিকিৎসক এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মারুফ হোসাইন ও সাধারণ সম্পাদক মোঃ রহমত আলী স্বাক্ষরিত কেন্দ্রীয় কমিটির প্যাডে ৫৩ সদস্য বিশিষ্ট্য নড়াইল জেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
পল্লি চিকিৎসক মোঃ রফিকুল ইসলামকে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লীচিকিৎসক এ্যাসোসিয়েশনের নড়াইল জেলা শাখার আহবায়ক ও পল্লি চিকিৎসক ফারুক হোসেন কে সদস্য সচিব করে উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লীচিকিৎসক এ্যাসোসিয়েশনের নড়াইল জেলা শাখার যুগ্ন আহ্বায়ক করা হয়েছে মোঃ ইউসুফ আলী শেখ, শেখ আব্দুল হান্নান, মোঃ নেছার আহমেদ, শেখ মোঃ আবু সাহিদুর রহমান, মিন্টু কুমার ঘোষ, মোঃ খাদেমুল আলম, মোল্লা আল হামিম, কিশোর কুমার সিকদার, মোঃ শাহিদুল ইসলাম, মোঃ তহিদুর রহমান, মোঃ সাজ্জাদ আলম,মোঃ মিরাজুল ইসলাম (সবুজ) মোঃ ফসিয়ার রহমান।
বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লীচিকিৎসক এ্যাসোসিয়েশনের নড়াইল জেলা শাখার আহবায়ক রফিকুল ইসলাম বলেন, আমরা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, তিনি যেমন নিঃস্বার্থ ভাবে জনগণের সেবা করে গেছেন, আমি এবং আমার কমিটির সহযোদ্ধারাও নিঃস্বার্থ ভাবে জনগণের সেবা করার শপথ নিয়েছি।