বেনাপোল ও হিজলী সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ মোটরসাইকেল জব্দ
- আপডেট: ০৮:৪৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / ৪০

নিজস্ব প্রতিবেদক: যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) যশোর সীমান্তের হিজলী, বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করেছে।
অভিযানে বিদেশি মদ, ফেনসিডিল, শাড়ি, মোটরসাইকেল ও বিভিন্ন প্রকার গাড়ির পাতিসেটসহ সর্বমোট ১৭ লাখ ৪১ হাজার ৭০০ টাকার পণ্য আটক করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে বিজিবির বিশেষ গোয়েন্দা নজরদারি ও অভিযানিক তৎপরতা চলছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবারের অভিযানে উল্লেখযোগ্য সাফল্য এসেছে।
তিনি আরও বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে আটক মাদকদ্রব্য ধ্বংস ও অন্যান্য মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।