বিএনপি’র অসুস্থ সংগঠক আবু হানিফের পাশে সভাপতি আবুল হাসান জহির
- আপডেট: ০৫:০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
- / ৯৮

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার (১১ জুলাই-২০২৫) শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের তেবাড়ীয়া গ্রামে বিএনপির একনিষ্ঠ ও ত্যাগী কর্মী আবু হানিফ ঢাকায় দীর্ঘদিন চিকিৎসা শেষে বাড়ি ফিরলে তাঁর শারীরিক খোঁজখবর নিতে ছুটে যান শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
আবুল হাসান জহির বলেন, “দলীয় নেতাকর্মীরা আমাদের প্রাণ। আবু হানিফের মতো নিবেদিতপ্রাণ কর্মীদের পাশে আমরা সবসময় ছিলাম, আছি এবং থাকবো।”
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক মো. সালাহউদ্দিন আহমেদ, নিজামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক আব্দুল মান্নান, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, সদস্য বজলুর রহমান ডাবলু এবং শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান।
দলের নেতা-কর্মীদের এমন উদ্যোগে আবু হানিফ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “এই ভালোবাসাই প্রমাণ করে, আমরা সত্যিকারের নেতা পেয়েছি ।”
উল্লেখ্য, আবু হানিফ দীর্ঘদিন ধরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। উপস্থিত নেতাকর্মী তার সুস্থতা কামনা করেন এবং তার পরিবারের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।






















